• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

দলের প্রয়োজনে অলরাউন্ডার হতে চান হর্ষিত

ম্যাচ শেষে বিষয়টি নিয়ে বলতে গিয়ে তিনি জানান, টিম ম্যানেজমেন্ট তাঁকে একজন অলরাউন্ডার হিসাবে গড়ে তুলতে চায়

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে জয় পেয়েছে ভারত। বিরাট কোহলি আউট হওয়ার পর যখন পরপর উইকেট হারিয়ে চাপে ভারতীয় দল, সেখান থেকেই হর্ষিত রানার ক্যামিও ১ ওভার বাকি থাকতেই জয় এনে দেন তাদের। এই ম্যাচে ২৩ বলে ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। এই প্রসঙ্গে বলা যায়, তাঁর ভারতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে কম প্রশ্ন ওঠেনি। এমনকি, আর্শদীপকে বসিয়ে তাঁকে এই ম্যাচে খেলানো নিয়েও ক্ষোভপ্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা।

স্বাভাবিকভাবেই তাই ম্যাচ জিতিয়ে উচ্ছসিত হর্ষিত। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে বলতে গিয়ে তিনি জানান, টিম ম্যানেজমেন্ট তাঁকে একজন অলরাউন্ডার হিসাবে গড়ে তুলতে চায়। সেজন্য, নিজের ব্যাটিংয়ের উন্নতি করতে কঠোর পরিশ্রম করছেন। মূলত, আট নম্বরে নেমে যাতে ব্যাট হাতে দলকে প্রয়োজনে ভরসা দিতে পারেন সেজন্যই নিজেকে তৈরি করছেন তিনি। একইসঙ্গে হৰ্ষিত আরও বলেন, কেউ কতটা ভালো ব্যাটিং করছে, তা মূলত আত্মবিশ্বাসের উপর নির্ভর করে। সতীর্থরা এদিন তাঁর উপর আত্মবিশ্বাসী ছিল বলেই তিনি এতো ভালো ব্যাটিং করতে পেরেছেন বলে মতপ্রকাশ করেছেন ভারতীয় দলের এই পেসার।

Advertisement

এদিকে, ভারতকে ম্যাচ জিতিয়েও বাবার কাছে বকুনি খেয়েছেন হৰ্ষিত। জানান, ম্যাচ শেষে তিনি বাবাকে ফোন করেছিলেন। তাঁর বাবা নাকি খুব একটা খুশি হননি তাঁর ব্যাটিংয়ে। আসলে, হৰ্ষিত যখন আউট হন তখন জেতার জন্য প্রায় ২০ রান দরকার ছিল ভারতের। তাঁর বাবা চেয়েছিলেন হৰ্ষিত ম্যাচ শেষ করেই ফিরুক। তা করতে না পারায় ক্ষুব্ধ তিনি। আসলে, হৰ্ষিতের বাবা সবসময় ছেলেকে ব্যাটিংয়ের উন্নতি করতে বলতেন। তাই জাতীয় দলের হয়ে সুযোগ পেয়েও ম্যাচ শেষ না করে আসায় কিছুটা হলেও অসন্তুষ্ট তিনি।

Advertisement

Advertisement