উত্তর ভারতের একাধিক রাজ্যে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতার অভাবে পাঞ্জাবের হোসিয়ারপুর-দাসুয়া সড়কপথে একাধিক গাড়ির সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। আর রাজস্থানে দুর্ঘটনার কবলে বাস।
রবিবার সকালে হোসিয়ারপুরের তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে গাড় কুয়াশার চাদর। ফলে দৃশ্যমানতা সে ভাবে ছিল না। হোসিয়ারপুর-দাসুয়ার পথে দুর্ঘটনার কারণ কুয়াশা। গোটা পাঞ্জাব ঠান্ডার কবলে। অমৃতসরে সর্বনিম্ন ১.৩ ডিগ্রি তাপামাত্রা। এছাড়াও ভাটিন্ডা (৩.২), ফরিদকোট (৩.২), পাটিয়ালা (৪.৪), গুরদাসপুরের (৩.১)। কুয়াশায় দৃশ্যমানতার অভাবে রাজস্থানের জয়পুর-দিল্লি হাইওয়েতে পিকআপ ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।
Advertisement
গতকাল বৃষ্টি হয়েছে দিল্লির বিভিন্ন এলাকায়। যদিও এখনও রাজধানীতে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যা দেখা গিয়েছিল গত বছরের ১৫ জানুয়ারি। সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ৩.৩ ডিগ্রিতে।
Advertisement
Advertisement



