• facebook
  • twitter
Saturday, 10 January, 2026

১৫টির বেশি রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা, ঘন কুয়াশায় ভোগান্তি 

ঘন কুয়াশার কারণে উত্তর ভারতের বিভিন্ন রুটে দূরপাল্লার বহু ট্রেন দেরিতে চলছে। কিছু জায়গায় বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে।

দেশজুড়ে শীতের দাপট আরও বেড়েছে। হিমালয় অঞ্চলে ভারী তুষারপাতের জেরে উত্তর, উত্তর-পূর্ব এবং মধ্য ভারতের বহু রাজ্যে তাপমাত্রা দ্রুত নেমে গিয়েছে। কোথাও তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে চলে গেছে, আবার কোথাও ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। এই পরিস্থিতিতে দেশের ১৫টির বেশি রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

শীতের সঙ্গে সঙ্গে ঘন কুয়াশার সমস্যাও বাড়ছে বলে জানানো হয়েছে। মধ্যপ্রদেশের শাহডোল জেলার কল্যাণপুর এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ২ ডিগ্রি সেলসিয়াসে। রাজস্থানের বেশ কয়েকটি শহরে তাপমাত্রা ৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। সেখানে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি থাকার পাশাপাশি বৃহস্পতিবার রাজ্যের ২৩টি জেলায় ঘন কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। ঠান্ডার তীব্রতা বেশি হওয়ায় রাজস্থানের ২৫টি জেলায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

অন্যদিকে, ওড়িশায় তীব্র শৈত্যপ্রবাহ চলছে, বিশেষত সিমলিপালে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত; এর ফলে রাজ্যের ১৩টি জেলায় (যেমন – জগতসিংহপুর, কটক, খোর্দা, অঙ্গুল, ঝারসুগুদা, কেন্দুঝর, ঢেঙ্কানাল, সুন্দারগড়, কলাহান্ডি, কন্ধমাল, সোনপুর, নবারংপুর ও বালেশ্বর) শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আইএমডি, যেখানে তীব্র ঠান্ডা মোকাবিলায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষত বয়স্ক ও শিশুদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

হিমালয় সংলগ্ন রাজ্য উত্তরাখণ্ডে পরিস্থিতি আরও কঠিন। পিথোরাগড়ের আদি কৈলাস, রুদ্রপ্রয়াগের কেদারনাথ এবং উত্তরকাশীর যমুনোত্রী ধামে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে নেমে গিয়েছে। সেখানে প্রবল ঠান্ডার সঙ্গে বরফ জমে যাওয়ার সমস্যাও দেখা দিচ্ছে।উত্তরপ্রদেশের বারাণসী, মেরঠ, ঝাঁসি-সহ ৩৮টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। লখনউ, কানপুর-সহ ২৬টি জেলায় শৈত্যপ্রবাহ চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার থেকে পাহাড়ি রাজ্যগুলিতে তুষারপাত আরও বাড়তে পারে। শনিবার উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, পঞ্জাব ও হরিয়ানায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।বিহারের প্রায় সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। হরিয়ানার বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ঘন কুয়াশার কারণে উত্তর ভারতের বিভিন্ন রুটে দূরপাল্লার বহু ট্রেন দেরিতে চলছে। কিছু জায়গায় বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে।

মৌসম ভবনের মতে, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম, অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও উত্তরাখণ্ডে শৈত্যপ্রবাহ চলতে পারে। দিল্লি, জম্মু-কাশ্মীর ও চণ্ডীগড়েও সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে না বেরোনো এবং শীত থেকে নিজেকে রক্ষা করার পরামর্শ দিয়েছে মৌসম ভবন।

Advertisement