• facebook
  • twitter
Friday, 9 January, 2026

নিউটাউনের বহুতলে আগুন

ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন

বৃহস্পতিবার ভোরে নিউ টাউনের থাকদাঁড়ি এলাকায় একটি বহুতলের একাংশের আগুন লাগে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সেখানে একটি সংস্থার অফিস রয়েছে। সেই অফিসেই লেগেছে আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু’টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চলছে।

বৃহস্পতিবার ভোরে নিউটাউনের ওই বহুতলের উপরতলার কয়েকটি জানলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। তার পরেই দমকলকে খবর দেওয়া হয়। দমকল ঘটনাস্থলে এলেও উপরের তলায় উঠতে পারছেন না দমকলকর্মীরা। স্থানীয় সূত্রে খবর, ওই বহুতলে বহু সংস্থার অফিস রয়েছে। তাই আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে কী ভাবে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে এলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে দমকল সূত্রে খবর।

Advertisement

Advertisement

Advertisement