• facebook
  • twitter
Friday, 9 January, 2026

ভেনেজুয়েলার কাণ্ডের জেরে ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম

সোমবার ওয়াল স্ট্রিট খোলার আগেই শেয়ারের দাম ১০ শতাংশ বেড়ে যায়

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপের কারণে সোনা, রুপো, অপরিশোধিত তেল এবং অন্যান্য পণ্যের দামে ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশেষজ্ঞরা। সোমবার ওয়াল স্ট্রিট খোলার আগেই শেয়ারের দাম ১০ শতাংশ বেড়ে যায়।  বাজার বিশেষজ্ঞদের অনুমান, আগামী কয়েক দিন এই প্রবণতা বজায় থাকবে। 

সোমবার ভবিষ্যত লেনদেনে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৪২ টাকা বেড়ে ৫ হাজার ১৯৭ টাকায় দাঁড়িয়েছে। একইভাবে ফেব্রুয়ারি মাসের চুক্তির মূল্য ০.৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৫ হাজার ২০২ টাকা হয়েছে। সোমবার বাজার খোলার পরপরই ৭ শতাংশ বৃদ্ধি পায় শেভরন কর্পোরেশনের শেয়ারের দাম।
অন্যান্য জ্বালানি সংস্থাগুলির মধ্যে কনোকফিলিপ্সের স্টকের দর বেড়ে যায় প্রায় ৬ শতাংশ। এছাড়া ভ্যালেরো এনার্জি কর্পোরেশন এবং এক্সন মোবিল কর্পোরেশনের শেয়ারের দাম প্রায় ৮ এবং ৪ শতাংশের মতো বৃদ্ধি পায়। 
 
আমেরিকার তেল সংস্থাগুলির মধ্যে ফিলিপ্স ৬৬, অক্সিডেন্টাল পেট্রোলিয়াম, ইওজি রিসোর্সেস এবং ডেভন এনার্জির লগ্নিকারীরাও ভাল রিটার্ন পেতে চলেছেন তা স্পষ্ট। এই সংস্থাগুলির স্টকের দর যথাক্রমে ৪.৯২ শতাংশ, ২.১২ শতাংশ, ২.১৫ শতাংশ এবং ৩.৩৯ শতাংশ ঊর্ধ্বমুখী রয়েছে। 
 
ভারত-ভিত্তিক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ তথা জিটিআরআই জানিয়েছে, মার্কিন সামরিক অভিযানের প্রাথমিক লক্ষ্য ছিল ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ভেনেজুয়েলার কাছে বিশ্বের মোট তেল মজুদের প্রায় ১৮ শতাংশ রয়েছে। সৌদি আরবের যেখানে রয়েছে ১৬ শতাংশ, রাশিয়ার ৫ থেকে ৬ শতাংশ, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪ শতাংশ।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মিলিত তেলের মজুদের চেয়ে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের মজুদের পরিমাণ প্রায় দ্বিগুণ। অপরিশোধিত তেলের পাশাপাশি এখানে সুলভ সোনাও। ফলে, ভেনেজুয়েলা বর্তমানে যে সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে বিশ্বব্যাপী সোনা, রুপো, এবং অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। 
 
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন ভেনেজুয়েলার ‘তরল সোনা’ উত্তোলনের পরিকাঠামো পুনরুজ্জীবিত করতে এবং উৎপাদন বাড়াতে আগামী দিনে সেখানে বিপুল অর্থ লগ্নি করবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন তেল সংস্থা। তাঁর এই ঘোষণার জেরেই জ্বালানি সংস্থাগুলির স্টকের দর দ্রুতগতিতে উপরের দিকে ছুটতে শুরু করেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

Advertisement

Advertisement