• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

ভারতীয় দলের সাফল্যের জন্য পরামর্শ দিলেন শুভমন

গিলের স্পষ্ট বক্তব্য, প্রতিটি টেস্ট সিরিজের আগে বোর্ডকে অন্তত ১৫ দিনের প্রস্তুতি শিবিরের ব্যবস্থা করতে হবে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বোর্ডের এক কর্তা।

প্রতিনিধিত্বমূলক চিত্র

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে খুব একটা ভালো ফল করতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে হোওয়াইটওয়াশ হওয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়ার মাটিতে কোনওক্রমে ড্র করাই হোক কিংবা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার হার। বারবার ব্যর্থ হতে হয়েছে শুভমন গিলদের। আর এজন্য ঘুরিয়ে বোর্ড কর্তাদেরই দায়ী করলেন টেস্ট দলের বর্তমান অধিনায়ক শুভমন গিল।

কিছুদিন আগেই জাতীয় দলের কোচ, নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেছিল বোর্ড কর্তারা। সেখানেই অধিনায়ক শুভমন গিল বোর্ড কর্তাদের জানিয়ে দেন, টেস্ট সিরিজের আগে দলের আরও ভালো প্রস্তুতি হওয়া দরকার। ভারতের টেস্ট অধিনায়ক বলেন, গত মরসুমে টেস্ট ম্যাচগুলির আগে দল প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়নি।

Advertisement

এক্ষেত্রে গিলের স্পষ্ট বক্তব্য, প্রতিটি টেস্ট সিরিজের আগে বোর্ডকে অন্তত ১৫ দিনের প্রস্তুতি শিবিরের ব্যবস্থা করতে হবে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বোর্ডের এক কর্তা। ওই কর্তার মতে, শুভমন ভাল ক্রিকেটের উপর গুরুত্ব দিয়েছে। সেজন্য, নির্বাচকদের সামনে সরাসরি তাঁর বক্তব্য জানিয়েছেন। তাঁর পরামর্শগুলি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি, অধিনায়ক শুভমনের প্রশংসাও করেন তিনি। জানান, রোহিত শর্মার পর ভারতের একজন শক্ত মানসিকতার অধিনায়ক প্রয়োজন ছিল। শুভমনের মধ্যে সেই ছাপ দেখা যাচ্ছে।

Advertisement

এদিকে, ঠাসা ক্রীড়াসূচির মধ্যে কিভাবে টেস্টের আগে শুভমনের প্রস্তাবিত ১৫ দিনের শিবির করা যাবে, সেই বিষয়েও জানিয়েছেন ওই কর্তা। তিনি বলেন, এই মুহূর্তে হয়তো সূচি পরিবর্তন করা সম্ভব নয়। তবে, কোচ গৌতম গম্ভীর সাদা বলের সিরিজের জন্য ব্যস্ত থাকলেও প্রস্তুতি শিবির হবে, সেকথাও জানাতে ভুললেন না তিনি। সেক্ষেত্রে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণকে ব্যবহার করা হতে পারে। ওই বোর্ড কর্তার কথায় যে ক্রিকেটারেরা শুধু টেস্ট খেলেন বা সাদা বলের সিরিজের দলে থাকবে না, তাদের নিয়েই এই শিবির করাবেন লক্ষ্মণ।

Advertisement