মাদকসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ । বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ পাণ্ডবেশ্বরেরঅজয় সেতু সংলগ্ন এরিয়া অফিস মোড়ে ধরা পড়ে পাচারকারীরা। তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৬০ গ্রাম হেরোইন । পুলিশের জালে ধরা পড়ে মহম্মদ শহীদ, মহম্মদ ইমরান ও মহম্মদ সমীর খান নামে তিনজন মাদক পাচারকারী । ৩ পাচারকারী কুলটি থানার নিয়ামতপুর, চিরকুণ্ড ও ধানবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে । তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৬০ গ্রাম হেরোইন ।
থানার এক আধিকারিক জানান পাচারকারীদের গতিবিধির খবর আসে সুত্র মারফত । সেই মতো এরিয়া অফিস মোড়ে নজরদারি বাড়ানো হয় । বীরভূমের দিক থেকে মাদকসহ পাচারকারীরা এরিয়া অফিস মোড় পৌঁছতেই সেখানে তাদের পাকড়াও করা হয় । তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় হেরোইন । গ্রেপ্তার হওয়া পাচারকারীদের এদিন পেশ করা হয় আসানসোল আদালতে । ধৃতদের ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর ।
Advertisement