• facebook
  • twitter
Thursday, 1 January, 2026

মহাকালেশ্বর মন্দিরে স্মৃতিরা

নতুন বছরের প্রথমদিন মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে গেলেন বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের বেশকিছু ক্রিকেটার

নতুন বছরের প্রথমদিন মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে গেলেন বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের বেশকিছু ক্রিকেটার। সেই দলে ছিলেন স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, রেণুকা সিং ঠাকুর, স্নেহ রানা, রাধা যাদব এবং অরুন্ধতী রেড্ডি। বাকি ভক্তদের সঙ্গেই মন্দিরের ভেতরে বসে পুজো দিতে দেখা যায় তাঁদের। সদ্য শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করেছে ভারতীয় দল।

চলতি বছর ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে অবশ্য ৯ জানুয়ারি থেকে মহিলাদের আইপিএল শুরু হবে। এরপর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। সেখানে একটি টেস্ট ম্যাচের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা। পুরো বছর জুড়েই ঠাসা ক্রীড়াসূচি রয়েছে তাদের। তার আগে নতুন প্রথমদিন মন্দিরে পুজো দিলেন স্মৃতিরা।

Advertisement

Advertisement

Advertisement