• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আইসিসির তালিকায় শীর্ষে ভারতীয়রা

অভিষেক জানান, এই সম্মান আমার জন্য বড় অনুপ্রেরণা। আমার পারফরম্যান্স যে দলকে গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ জিততে সাহায্য করেছে, সেটা ভেবে খুবই ভালো লাগছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আইসিসির মঞ্চে ফের একবার ভারতীয় ক্রিকেটারদের নাম শীর্ষে উঠে এল। বৃহস্পতিবার ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থার পক্ষ থেকে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হিসেবে তরুণ বাঁ-হাতি ব্যাটসম্যান অভিষেক শর্মার নাম ঘোষণা করা হয়েছে।

তবে, শুধু অভিষেক একাই নন সেপ্টেম্বর মাসের সেরা মহিলা ক্রিকেটার হলেন ভারতের স্মৃতি মান্ধানাও।

Advertisement

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দূরন্ত ফর্মে ছিলেন অভিষেক। টুর্নামেন্টে সাত ম্যাচ খেলে তাঁর সংগ্রহ মোট ৩১৪ রান।

Advertisement

এই প্রসঙ্গে বলা যায়, এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে এর আগে কোনও ব্যাটসম্যানই ৩০০ রান করতে পারেননি।

ফলে রেকর্ড গড়েন তিনি। তাঁর লড়াই ছিল সতীর্থ কুলদীপ যাদব ও জিম্বাবোয়ের ব্রায়ান বেনেটের বিরুদ্ধে। তাঁদের হারিয়ে প্রথমবার সেরার এই খেতাব জিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভারতীয় দলের তরুণ এই ব্যাটসম্যান।

অভিষেক জানান, এই সম্মান আমার জন্য বড় অনুপ্রেরণা। আমার পারফরম্যান্স যে দলকে গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ জিততে সাহায্য করেছে, সেটা ভেবে খুবই ভালো লাগছে।

পাশাপাশি, এই সম্মান তিনি উৎসর্গ করেছেন ভারতীয় দলের কোচ ও ম্যানেজমেন্টকে।
এদিকে, আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়েছেন ভারতীয় মহিলা দলের ওপেনার স্মৃতি মান্ধানা। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে টানা দ্বিতীয়বার এই সম্মান পেলেন তিনি।

সেপ্টেম্বর মাসে দুরন্ত ক্রিকেট উপহার দিয়েছেন স্মৃতি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ সহ মোট চারটি একদিনের ম্যাচ খেলে ৩০৮ রান করেছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।

স্মৃতি বলেন, এই সম্মান তাঁর কাছে বড় প্রাপ্তি।

Advertisement