• facebook
  • twitter
Tuesday, 30 December, 2025

মনরেগায় বাংলার বকেয়া নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্র

পশ্চিমবঙ্গে মনরেগার যে বিপুল টাকা এখনও বকেয়া রয়েছে, তা কবে মেটানো হবে— এই প্রশ্নই তুলেছে সংসদীয় স্থায়ী কমিটি

একশো দিনের কাজের প্রকল্প, অর্থাৎ মনরেগা নিয়ে আবারও বড় প্রশ্ন উঠল সংসদের অন্দরে। পশ্চিমবঙ্গে মনরেগার যে বিপুল টাকা এখনও বকেয়া রয়েছে, তা কবে মেটানো হবে— এই প্রশ্নই তুলেছে সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের আধিকারিকরা এই প্রশ্নের স্পষ্ট উত্তর না দিয়ে শুধু বলেছেন, রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং খুব শীঘ্রই সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার এই সংসদীয় কমিটির প্রথম বৈঠক বসে, যেখানে সরকার মনরেগার বদলে নতুন ‘জি রাম জি আইন’ চালু করার রোডম্যাপ তুলে ধরে। তবে বিরোধী সাংসদরা একে গ্রামীণ কর্মসংস্থানের উপর পরিকল্পিত আঘাত বলে অভিযোগ তোলেন। তাঁদের বক্তব্য, লক্ষ লক্ষ শ্রমিক এখনও মনরেগার মজুরি পাননি, অথচ সেই বকেয়া মেটানো না করেই সরকার নতুন আইনের প্রচারে ব্যস্ত।

Advertisement

বৈঠকে কমিটির চেয়ারম্যান ও কংগ্রেস সাংসদ সপ্তগিরি উল্কা সরাসরি জানতে চান, বাংলার বকেয়া টাকা কবে দেওয়া হবে। কিন্তু মন্ত্রকের আধিকারিকরা নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি। বিরোধীদের আরও অভিযোগ, মনরেগা শুধু একটি প্রকল্প নয়, এটি গ্রামীণ মানুষের কাজের অধিকার। নাম বদল ও কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে সেই অধিকারকে দুর্বল করা হচ্ছে।

Advertisement

বাজেট বরাদ্দ নিয়েও তীব্র বিতর্ক হয়। বিরোধীরা দাবি করেন, কেন্দ্র সরকার নিজের দায় এড়িয়ে রাজ্যগুলির উপর আর্থিক বোঝা চাপাতে চাইছে। অন্যদিকে, মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়, নতুন আইনের আওতায় বছরে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হবে এবং এতে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

তবে বিরোধীদের প্রশ্ন, এই বাড়তি কাজের জন্য প্রয়োজনীয় বাজেট ও প্রশাসনিক প্রস্তুতি আদৌ আছে কিনা, তা সরকার এখনও পরিষ্কার করেনি। কমিটি জানিয়েছে, বিষয়টি নিয়ে আগামী দিনে আরও বৈঠক হবে এবং বাজেট অধিবেশনে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করা হবে। সেই সুপারিশ সরকার কতটা মানে সেটাই এখন দেখার।

Advertisement