• facebook
  • twitter
Monday, 29 December, 2025

চেন্নাই বিমানবন্দরে বিজয়কে ঘিরে ফের পদপিষ্ট পরিস্থিতি

চেন্নাই বিমানবন্দরে নামার খবর ছড়িয়ে পড়তেই তাঁকে একঝলক দেখার জন্য অসংখ্য ভক্ত জড়ো হন

প্রবল ভিড়ের চাপে হেনস্তার শিকার হলেন দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিক থলপতি বিজয়। রবিবার রাতে মালয়েশিয়া সফর সেরে ভারতে ফেরেন তিনি। চেন্নাই বিমানবন্দরে নামার খবর ছড়িয়ে পড়তেই তাঁকে একঝলক দেখার জন্য অসংখ্য ভক্ত জড়ো হন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে একসময় ভারসাম্য হারিয়ে পড়ে যান বিজয়। দ্রুত নিরাপত্তারক্ষীরা তাঁকে তুলে ধরে গাড়িতে বসান। গোটা ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ফুটেজে দেখা যায়, বিমানবন্দর চত্বর থেকে বেরোনোর সময় বিজয়ের গাড়ি ঘিরে ধরেন ভক্তরা। অনেকে ছবি ও ভিডিও তুলতে গিয়ে কার্যত অভিনেতাকে ঘিরে ফেলেন। ভিড়ের তীব্র চাপে টাল সামলাতে না পেরে একসময় পড়ে যান তিনি। যদিও গুরুতর আঘাত পাননি বলেই খবর। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিজয় নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন।

Advertisement

উল্লেখ্য, এর আগে শনিবার মালয়েশিয়ায় নিজের ছবি ‘জন নয়াগন’-এর অডিও লঞ্চে অংশ নেন বিজয়। সেই অনুষ্ঠানে প্রায় এক লক্ষ মানুষের ভিড় হয়, যা মালয়েশিয়ার ইতিহাসে কোনও ছবির অডিও লঞ্চে নজিরবিহীন। সেখান থেকেই তিনি দেশে ফেরেন।

Advertisement

প্রসঙ্গত, চলতি বছর তামিলনাড়ুর কারুরে বিজয়ের একটি রাজনৈতিক সভায় অতিরিক্ত ভিড়ের জেরে পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনার পর থেকেই তাঁর কর্মসূচি ঘিরে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে। চেন্নাই বিমানবন্দরের সাম্প্রতিক ঘটনাও ফের সেই উদ্বেগই সামনে এনে দিল।

Advertisement