ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে চলা শুনানির কাজ সরেজমিনে খতিয়ে দেখতে আগামী ৩০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে আসছেন দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে এসে তিনি বিভিন্ন জেলায় চলা শুনানির অগ্রগতি ও পদ্ধতি পর্যালোচনা করবেন।
কমিশনের একাংশের মতে, সম্প্রতি ‘আনম্যাপড ভোটার’ সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক নির্দেশিকা জারি হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী শুনানির কাজ সঠিকভাবে হচ্ছে কি না, তা সরাসরি দেখে নিতে চান কমিশনের শীর্ষ আধিকারিক।
Advertisement
জ্ঞানেশ ভারতী রাজ্যে থাকাকালীন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে একটি জরুরি বৈঠকও করবেন। ওই বৈঠকে এসআইআর সংক্রান্ত বর্তমান পরিস্থিতি, মাঠপর্যায়ে কাজের অগ্রগতি বিএলও ও ইআরওদের ভূমিকা, পাশাপাশি প্রযুক্তিগত সমস্যার বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
Advertisement
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ৩১ ডিসেম্বর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনারের। তার আগেই তিনি প্রাথমিক রিপোর্ট ও পর্যবেক্ষণ কমিশনের শীর্ষ মহলে তুলে ধরবেন বলে খবর।
উল্লেখ্য, ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়াকে ঘিরে রাজ্যে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বাড়তি গুরুত্ব তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতেই কমিশনের তরফে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Advertisement



