হাওড়ার বিভিন্ন এসআইআর শুনানি কেন্দ্র পর্যবেক্ষণ করলেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং তাঁদের প্রতিনিধি দল। উল্লেখ্য, ভারতের নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে পশ্চিমবঙ্গ সফরে রয়েছে বুধবার তাঁরা হাওড়া জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। এই সফরের মূল উদ্দেশ্য হলো ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ার তদারকি করা। নির্বাচন কমিশনের এই দলে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এস বি জোশি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ ছিলেন পরিদর্শনে। প্রসঙ্গত, কমিশনের প্রতিনিধি দলটি কোনো আগাম ঘোষণা ছাড়াই হাওড়ার বিভিন্ন বুথ এবং শুনানি কেন্দ্রে হানা দেন। বুধবার সকালে তাঁরা হাওড়ার দাসনগর সরকারি পলিটেকনিক কলেজে অবস্থিত এসআইআর শুনানি কেন্দ্রটি পর্যবেক্ষণ করেন।
শুনানি কেন্দ্রগুলোতে গিয়ে আধিকারিকরা সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের ক্ষেত্রে সাধারণ ভোটাররা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, সেই বিষয়ে সরাসরি মতামত নেওয়া হয়।প্রতিটি বুথ স্তরের আধিকারিক অর্থাত বিএলওরা কীভাবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন এবং সঠিক প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখছেন এই উচ্চপদস্থ কর্তারা।
Advertisement
উল্লেখ্য,আগামী ২০২৬ সালের মার্চ-এপ্রিল নাগাদ পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে ভোট হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কোনো ধরনের ত্রুটি রাখতে চাইছে না। ভোটার তালিকায় ভুয়ো ভোটার বাদ দেওয়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াটি যাতে স্বচ্ছ থাকে, সেটি নিশ্চিত করাই এই সফরের প্রধান লক্ষ্য।
Advertisement
প্রসঙ্গত, এর আগে গত ডিসেম্বর মাসের শুরুর দিকেও কমিশনের একটি দল রাজ্যের বিভিন্ন সীমান্ত জেলা সফর করেছিল। বর্তমানে হাওড়া সহ কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে এই পর্যবেক্ষণ প্রক্রিয়া জোরদার করা হয়েছে।
Advertisement



