• facebook
  • twitter
Saturday, 27 December, 2025

সলমান খানের ৬০তম জন্মদিনে ‘সুপার হিউম্যান’ সম্বোধন ক্যাটরিনার

জন্মদিনে পরিবার, বন্ধু ও ইন্ডাস্ট্রির সহকর্মীদের সঙ্গে সময় কাটাচ্ছেন সলমান। একই সঙ্গে আগামী দিনের একাধিক ছবির কাজ নিয়েও ব্যস্ত তিনি।

সলমনের জন্মদিনে স্মৃতিচারণ করে ক্যাটরিনার পোস্ট করা সেই ছবি। -- এএনআই

বলিউডের ‘ভাইজান’ সলমান খান আজ ষাটে পা দিলেন। দীর্ঘ কেরিয়ারে একের পর এক সুপারহিট ছবি, অ্যাকশন, স্টাইল আর অগণিত অনুরাগীর ভালোবাসায় আজও তিনি ইন্ডাস্ট্রির অন্যতম প্রভাবশালী তারকা। এই বিশেষ দিনে সলমানকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন সহকর্মী থেকে অনুরাগীরা। তবে সব থেকে নজর কেড়েছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিনের শুভেচ্ছা বার্তা।

সমাজমাধ্যমে সলমান খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাটরিনা লেখেন, ‘শুভ জন্মদিন সলমান। তুমি সত্যিই একজন সুপার হিউম্যান।’ এই সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন মন্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সলমান-ক্যাটরিনার দীর্ঘ দিনের বন্ধুত্ব এবং একাধিক ছবিতে একসঙ্গে কাজ করার স্মৃতিই যেন ফের উঠে এসেছে এই পোস্টে।

Advertisement

বলিউডে সলমান ও ক্যাটরিনার জুটি দর্শকদের কাছে বরাবরই জনপ্রিয়। ‘টাইগার’ সিরিজ থেকে শুরু করে একাধিক ছবিতে তাঁদের অনস্ক্রিন রসায়ন যেমন প্রশংসিত হয়েছে, তেমনই অফস্ক্রিনেও তাঁদের বন্ধুত্ব নিয়ে চর্চা কম হয়নি। সেই কারণেই ক্যাটরিনার জন্মদিনের পোস্ট ঘিরে আলাদা আগ্রহ তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।

Advertisement

ষাট বছর বয়সেও সলমান খান এখনও যেভাবে কাজ করে চলেছেন, তা অনেক তরুণ অভিনেতার কাছেও অনুপ্রেরণা। নিয়মিত শরীরচর্চা, কঠোর শুটিং শিডিউল আর একের পর এক অ্যাকশন দৃশ্য— সব মিলিয়ে বয়স যে তাঁর কাছে শুধুই একটি সংখ্যা, তা বারবার প্রমাণ করেছেন তিনি। অনুরাগীদের মতে, সেই কারণেই হয়তো ক্যাটরিনা তাঁকে ‘সুপার হিউম্যান’ বলে আখ্যা দিয়েছেন।

জন্মদিনে পরিবার, বন্ধু ও ইন্ডাস্ট্রির সহকর্মীদের সঙ্গে সময় কাটাচ্ছেন সলমান। একই সঙ্গে আগামী দিনের একাধিক ছবির কাজ নিয়েও ব্যস্ত তিনি। ষাটে পা দিয়েও যে তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি, তা আবারও স্পষ্ট করে দিল এই জন্মদিন।

Advertisement