ডিসেম্বরের শেষ লগ্নে শীতের ঝোড়ো ব্যাটিং। উত্তুরে হাওয়ার দাপটে কাঁপচ্ছে রাজ্য। গত দু’দিনের রেকর্ড ভেঙে শনিবার কলকাতায় চলতি মরসুমের সবচেয়ে কম তাপমাত্রা। শহরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এর আগে বৃহস্পতিবার কলকাতার পারদ নেমেছিল ১৩.৭ ডিগ্রিতে। শুক্রবার তা আরও কমে দাঁড়ায় ১২.৯ ডিগ্রিতে। শনিবার সেই রেকর্ডও ছাপিয়ে যায়। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি কম। ফলে গত দু’দিনকে ছাপিয়ে এখন শনিবারই চলতি মরসুমের শীতলতম দিন।
শনিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে। কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত কমে আসতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা বেশি থাকবে। শনিবার এবং রবিবার ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরের সব জেলায়।
Advertisement
দৃশ্যমানতা নামতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার পূর্বাভাস। দার্জিলিং-সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নীচের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রার খুব বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
Advertisement
তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে তার পর দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়বে। এদিকে শীতের দৌড়ে দক্ষিণবঙ্গে কার্যত সবাইকে পিছনে ফেলেছে বীরভূমের শ্রীনিকেতন। শনিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন। বাঁকুড়ায় পারদ ছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে ১০ ডিগ্রি, পুরুলিয়া ও কল্যাণীতে ১০.২ ডিগ্রি, আসানসোলে ১০.৬ ডিগ্রি, সিউড়ি, ঝাড়গ্রাম ও ক্যানিংয়ে ১১ ডিগ্রি সেলসিয়াস।
উপকূলেও শীতের কামড় স্পষ্ট। দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি, কাঁথিতে ১১.৫ ডিগ্রি, মেদিনীপুর ও কৃষ্ণনগরে ১১.২ ডিগ্রি, বহরমপুরে ১১.৪ ডিগ্রি। কলকাতার আশপাশে ব্যারাকপুরে ১২.২ ডিগ্রি এবং ডায়মন্ড হারবারে ১২.৬ ডিগ্রিতে নেমেছে পারদ। উত্তরবঙ্গেও শীতের দাপট অব্যাহত। শনিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে পারদ নেমেছে ৮ ডিগ্রিতে, কালিম্পঙে ৯.৫ ডিগ্রি এবং রায়গঞ্জে ১০ ডিগ্রি সেলসিয়াস।
তবে নতুন বছরের শুরু থেকে বঙ্গের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। ৩০ ডিসেম্বর, মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। তার প্রভাবে বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস, নতুন বছরের শুরুতে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।
Advertisement



