• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

বিজয় হাজারে ট্রফিতে দ্বিতীয় ম্যাচে বাংলার হার

মহম্মদ শামি ১৭ বলে ৭ রান করেন। আমির গনি, আকাশ দীপও কোনও রান পাননি। শাহবাজ এবং আকাশকে ৩১তম ওভারের প্রথম দুই বলে ফেরান রাজ লিম্বানি।

বিজয় হাজারে ট্রফিতে দ্বিতীয় ম্যাচেই হেরে গেল বাংলা। শুক্রবার রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়াম সি-তে ৬৭ বল বাকি থাকতে বাংলাকে চার উইকেটে হারিয়ে দিল বরোদা। টসে জিতে ফিল্ডিং নেয় বরোদা। ৩৮.৩ ওভারে ২০৫ রানে অল আউট হয়ে যায় বাংলা। অনুষ্টুপ মজুমদার ৫৪ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন। করণ লাল করেন ৪৩ বলে ৪০। অভিষেক পোড়েল ৩৫ বলে ৩৮, শাহবাজ আহমেদ ৩৩ বলে ২৬, সুমন্ত গুপ্ত ২৫ বলে ২১ রান করে আউট হন। রান পাননি বাংলার দুই অন্যতম সফল ব্যাটার। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৬ বলে ৫ রান করেন। খাতাই খুলতে পারেননি সুদীপ কুমার ঘরামি। ৫ বলে শূন্যতে আউট হন।

লোয়ার অর্ডার কোনও রান পায়নি। মহম্মদ শামি ১৭ বলে ৭ রান করেন। আমির গনি, আকাশ দীপও কোনও রান পাননি। শাহবাজ এবং আকাশকে ৩১তম ওভারের প্রথম দুই বলে ফেরান রাজ লিম্বানি। মুকেশ কুমার ৬ বলে ৯ রানে অপরাজিত থাকেন। রাজ লিম্বানি পাঁচটি ও অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া তিনটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৩৮.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বরোদা। শাশ্বত রাওয়াত ৫০ বলে ৬১ রান করেন। ক্রুণাল ৬৩ বলে ৫৭ এবং প্রিয়াংশু মোলিয়া ৯০ বলে ৫২ রান করেন। গনি এবং শাহবাজ দুটি করে উইকেট নেন। শামি ও আকাশ একটি করে উইকেট পান। এলিট গ্রুপ বি-তে সোমবার বাংলার পরবর্তী ম্যাচ চণ্ডীগড়ের বিরুদ্ধে।

Advertisement

Advertisement

Advertisement