• facebook
  • twitter
Friday, 26 December, 2025

বাংলাদেশকে কড়া বার্তা ভারতের

আমরা বাংলাদেশে সম্প্রতি এক হিন্দু যুবককে হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আশা করছি দোষীদের বিচারের আওতায় আনা হবে।

ছবি: এএনআই

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর মৌলবাদীদের নির্যাতন ও হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত। সম্প্রতি বাংলাদেশে এক হিন্দু যুবককে মারধর করে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ভারতএই ঘটনার তীব্র নিন্দা করে স্পষ্ট ভাষায় জানিয়েছে, সীমান্তের ওপারে ঘটে চলা এই নির্মম এবং অমানবিক ঘটনাগুলিকে আর উপেক্ষা করা যাচ্ছে না।

এই দিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনাগুলিকে ভারত সরকার ভীষণভাবে গুরুত্ব দিচ্ছে । হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের উপর মৌলবাদী গোষ্ঠীগুলির আক্রমণের তীব্র নিন্দা করেছে ভারত সরকার। ভারতের পক্ষ থেকে এই ঘটনাগুলিকে ‘উদ্বেগজনক’ এবং অবিরাম শত্রুতার নিদর্শন হিসাবে উল্লেখ করা হয়েছে।

Advertisement

রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিরাম শত্রুতা অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা বাংলাদেশে সম্প্রতি এক হিন্দু যুবককে হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আশা করছি দোষীদের বিচারের আওতায় আনা হবে। ‘তিনি আরও বলেন, ‘আমরা সকলেই সম্প্রতি বাংলাদেশে ঘটে চলা ঘটনাবলী সম্পর্কে অবগত। বিষয়টি আমরা গভীরভাবেপর্যবেক্ষণ করছি এবং আইনশৃঙ্খলারক্ষেত্রে আমাদের অবস্থান কী ছিল, কী হওয়া উচিত এবং আগামী দিনে কী হবে, সে বিষয়ে ধারাবাহিক ভাবে সকলকে জানাচ্ছি।’

Advertisement

Advertisement