বড়দিনে সকলকে শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে তিনি ছবি পোস্ট করে সবাইকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, বড়দিন সকল বিভেদের ঊর্ধ্বে উঠে ঐক্য, শান্তি এবং করুণার বার্তা নিয়ে আসে।প্রতি বছরের মতো এবছর বড়বাজারের রোজারির ক্যাথেড্রালে মধ্যরাতের প্রার্থনায় যান মুখ্যমন্ত্রী।
তিনি পোস্টে লেখেন, ‘আমিও পবিত্র রোজারির ক্যাথেড্রালে মধ্যরাতের প্রার্থনায় যোগদানের সৌভাগ্য অর্জন করেছি। কলকাতার আর্চবিশপের উপস্থিতিতে, আমি সকলের স্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য আশীর্বাদ চেয়ে প্রার্থনায় যোগ দিয়েছি। বড়দিনের উষ্ণতা বাংলার গলিপথ আলোকিত করে। হৃদয়কে আশা, শান্তি এবং ঐক্যে ভরিয়ে দেয়। এই পবিত্র ঋতুর দয়া, ক্ষমা এবং করুণার বার্তা আমাদের সঙ্গে থাকুক। আশা, উজ্জ্বলতা এবং প্রতিশ্রুতিতে ভরা একটি নতুন বছরে আমাদের পথ দেখাক।‘ তিনি সকলের জন্য আনন্দ এবং নতুন বছরের জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
Advertisement
Advertisement
Advertisement



