• facebook
  • twitter
Tuesday, 23 December, 2025

ভারতের রাষ্ট্রদূতের কাছে উদ্বেগপ্রকাশ, ‘হামলা’ নিয়ে তদন্তের আর্জি ইউনূস সরকারের

গত ১৪ ডিসেম্বর বাংলাদেশের বিদেশমন্ত্রক তাঁকে ডেকে পাঠিয়েছিল

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে ডেকে উদ্বেগ প্রকাশ করল বাংলাদেশ। মঙ্গলবার সকালে বাংলাদেশের বিদেশ মন্ত্রকে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। দিল্লির দূতাবাসে হামলা নিয়ে উদ্বেগপ্রকাশ করে বাংলাদেশ। এর আগে গত ১৪ ডিসেম্বর বাংলাদেশের বিদেশমন্ত্রক তাঁকে ডেকে পাঠিয়েছিল। এ বার ফের মঙ্গলবার সকালে ডেকে পাঠানো হল।

বাংলাদেশের বিদেশ দপ্তর বিবৃতি দিয়ে জানিয়েছে,  ২০ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের বাইরে ঘটে যাওয়া ঘটনা উদ্বেগজনক। তাই গোটা বিষয়টি বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের কাছে জানানো হয়েছে। দিল্লির কাছে এই ঘটনা নিয়ে তদন্তের আর্জিও জানিয়েছে ঢাকা।

Advertisement

ঢাকা থেকে যে বিবৃতি প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে, ‘বাংলাদেশ এই ধরনের পরিকল্পিত সহিংসতা বা কূটনৈতিক দপ্তরে হুমকি প্রদর্শনের নিন্দা জানায়। এ ধরনের ঘটনা শুধুমাত্র কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাই বিপন্ন করে না, পারস্পরিক সম্মান, শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও নষ্ট করে।‘

Advertisement

শনিবার অর্থাৎ ২০ ডিসেম্বর দিল্লির বাংলাদেশি দূতাবাসের সামনে ২০-২৫ জন যুবক জড়ো হয়েছিলেন। তাঁরা ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের হত্যার ঘটনার প্রতিবাদ জানান এবং স্লোগান দেন। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তোলেন।

গোটা বিষয়টি নিয়ে বাংলাদেশি সংবাদমাধ্যম ভুয়ো এবং অতিরঞ্জিত খবর প্রচার করছে বলে ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়। দূতাবাসে জোর করে প্রবেশের কোনও চেষ্টা করা হয়নি বলেও জানায় কেন্দ্র। সোমবার শিলিগুড়িতেও বাংলাদেশের ভিসা কেন্দ্রের কাছেও বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনার জেরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনা নিয়েও ভারতের রাষ্ট্রদূতের কাছে উদ্বেগপ্রকাশ করে ইউনূস সরকার।

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে বেশ কিছু ভিসা-কেন্দ্র সম্প্রতি বন্ধ করে দিয়েছে ভারত। ঢাকায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল নয়াদিল্লি। তার পরে আরও দুই শহর রাজশাহী এবং খুলনাতেও ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রামে ভারতীয় ভিসা-কেন্দ্রও।

অন্যদিকে সোমবার ভারতে তিনটি ভিসা-কেন্দ্র বন্ধ করে দেয় বাংলাদেশও। ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালেই ভারতীয় রাষ্ট্রদূতকে ঢাকার বিদেশ মন্ত্রকে ডেকে পাঠানো হয়। দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

 

 

 

Advertisement