• facebook
  • twitter
Tuesday, 23 December, 2025

অ্যাপে নিত্যনতুন বদল, অতিরিক্ত কাজের চাপ

‘বিএলও অধিকার রক্ষা কমিটির’ সদস্যদের দাবি, খসড়া তালিকা প্রকাশের পর থেকে কমিশনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বদল আনা হয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে আবার বিক্ষোভ ‘বিএলও অধিকার রক্ষা কমিটির’ সদস্যদের। সোমবার দপ্তরের সামনে ব্যারিকেড টপকে সিইও দপ্তরের ভিতরে ঢুকতে চান বিক্ষোভকারীরা। এরপরেই দফায় দফায় বাড়তে থাকে উত্তেজনা। ব্যারিকেড টপকানোর চেষ্টা করতেই পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। এরপরেই শুরু হয় ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি ও ধরপাকড়।

সিইও দপ্তরের সামনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন ‘বিএলও অধিকার রক্ষা কমিটির’ সদস্যদের দাবি, খসড়া তালিকা প্রকাশের পর থেকে কমিশনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বদল আনা হয়েছে। প্রতিদিন অ্যাপে নিত্যনতুন অপশন সংযোজন করা হচ্ছে। এর ফলে কাজের চাপ বাড়ছে বিএলও আধিকারিকদের। বার বার কমিশনকে একথা জানালেও কোনও কাজ হচ্ছে না। এরপরেই সোমবার বিবাদী ব্যাগের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বিএলও-রা।

Advertisement

ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে বারবার বিক্ষোভ দেখিয়েছেন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যরা। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়ালের সঙ্গেও দেখা করতেও চেয়েছেন বিএলও-দের একাংশ। গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনের তরফে খসড়া তালিকা প্রকাশ করা হলে বিএলও-দের আবার নতুন করে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিএলও আধিকারিকদের দাবি, খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর থেকে নতুন করে কাজের চাপ দেওয়া হচ্ছে তাঁদের উপর। এর পাশাপাশি কমিশনের ওয়েবসাইটে একাধিক নতুন সংযোজন হয়েছে। তার জেরে কাজ করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাঁদের দাবি, অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে। এসআইআর প্রক্রিয়া হয়ে গিয়েছে। আর তাঁরা কাজ করতে পারবেন না।

Advertisement

Advertisement