• facebook
  • twitter
Thursday, 22 January, 2026

সিরিয়ায় আইএস ঘাঁটিতে আমেরিকার পালটা হামলা

কয়েকদিন আগেই সিরিয়ার মরু অঞ্চলে আইএসের হামলায় দুই জন মার্কিন সেনা এবং এক জন নিরস্ত্র অনুবাদক নিহত হন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় সামরিক অভিযান চালাল যুক্তরাষ্ট্র। মার্কিন সেনা ও নাগরিকের উপর সাম্প্রতিক প্রাণঘাতী হামলার জবাবে এই প্রতিশোধমূলক আক্রমণ করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি, সিরিয়ার একাধিক এলাকায় থাকা আইএসের ঘাঁটি, অস্ত্রভান্ডার এবং জঙ্গি আস্তানাকে লক্ষ্য করে একযোগে এই হামলা চালানো হয়।

অভিযানে যুদ্ধবিমান ও আক্রমণকারী হেলিকপ্টারের পাশাপাশি অত্যাধুনিক নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পেন্টাগনের এক শীর্ষ কর্তা সংবাদসংস্থাকে জানিয়েছেন, এই অভিযানের মূল লক্ষ্য শুধু আইএসের সামরিক শক্তিকে দুর্বল করা নয়, বরং ভবিষ্যতে যাতে তাঁরা মার্কিন সেনা বা নাগরিকদের উপর হামলার সাহস না পায়, সেই স্পষ্ট বার্তা দেওয়া।

Advertisement

উল্লেখ্য, কয়েকদিন আগেই সিরিয়ার মরু অঞ্চলে আইএসের হামলায় দুই জন মার্কিন সেনা এবং এক জন নিরস্ত্র অনুবাদক নিহত হন। ওই ঘটনার পর থেকেই পালটা আঘাতের প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। হামলায় আইএসের কতজন জঙ্গি নিহত হয়েছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই অভিযানে জঙ্গি সংগঠনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Advertisement

হোয়াইট হাউস সূত্রে খবর, এই হামলা যুদ্ধ ঘোষণার ইঙ্গিত নয়। তবে ভবিষ্যতে আইএস ফের হামলা চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে বলেও স্পষ্ট করেছে আমেরিকা। নতুন করে এই অভিযানের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কূটনৈতিক মহলের।

Advertisement