• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

রাজ্যে ১০০ দিনের কাজের ‘কর্মশ্রী’ প্রকল্প বদলে হল ‘মহাত্মাশ্রী’

কেন্দ্রের নামবদলের জবাব

প্রতিনিধিত্বমূলক চিত্র

এবার রাজ্যের ১০০ দিনের প্রকল্প ‘কর্মশ্রী’-র নাম পাল্টে ‘মহাত্মাশ্রী’ নাম দিল রাজ্য সরকার। কেন্দ্রীয় প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম সরানোর অভিযোগের মাঝেই নতুন করে সেই নাম এভাবেই ফিরিয়ে এনে পাল্টা বার্তা দিল রাজ্য। এতে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠল। আরও চমকপ্রদ ব্যাপার হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রস্তাবে সম্মতি দিতে বাধ্য হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এভাবেই কার্যত ‘কর্মশ্রী’-র নাম পাল্টে ‘মহাত্মাশ্রী’ নামে সিলমোহর দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্র ১০০ দিনের কাজ সংক্রান্ত আইনের নাম বদলের বিল পাশ করিয়েছে। মহাত্মা গান্ধীর নাম সরানো হয়েছে বলে অভিযোগ তুলে বিরোধীরা সরব হয়। তৃণমূলের সাংসদরা সংসদের বাইরে ধরনায় বসেন। এই আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্যের নিজস্ব প্রকল্প ‘কর্মশ্রী’-র নাম বদলে মহাত্মা গান্ধীর নামে রাখা হবে।

Advertisement

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী অর্থবর্ষ থেকেই ‘মহাত্মাশ্রী’ নামে এই প্রকল্প চালু করা হবে। গ্রামীণ এলাকার দরিদ্র মানুষের জন্য বছরে ১০০ দিনের কাজের সুযোগ থাকবে। যাঁদের জবকার্ড রয়েছে, তাঁরাই এই প্রকল্পের আওতায় কাজ পাবেন। রাজ্যের লক্ষ্য, আগামী দিনে এই প্রকল্পের মাধ্যমে আরও বেশি মানুষের হাতে কাজ তুলে দেওয়া।

Advertisement

রাজ্য সরকারের বক্তব্য, এই নামকরণের মধ্য দিয়ে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে, তেমনই অন্যদিকে জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানো হবে। কেন্দ্রের সিদ্ধান্তের পর রাজ্যের এই পদক্ষেপ রাজনৈতিক বার্তা হিসেবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement