• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

আসামে রাজধানী এক্সপ্রসের ধাক্কায় আট হাতির মৃত্যু

দুর্ঘটনার জেরে রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন এবং পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়

আসামে একসঙ্গে আট-আটটি হাতির মৃত্যু। শনিবার গভীর রাতে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে আটটি হাতির। জখম হয়েছে আরও একটি হাতি। রাত ২টো ১৭ মিনিট নাগাদ ঘটনাটি আসামের হোজাই জেলায় ঘটে। সর্বভারতীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, দুর্ঘটনার জেরে রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন এবং পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে যাত্রীরা সকলেই সুরক্ষিত বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।

শনিবার গভীর রাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশন দিয়ে যাচ্ছিল সাইরাং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস। যমুনামুখ-কামপুর সেকশন ধরে দ্রুত গতিতে ট্রেনটি যাওয়ার সময় হাতির একটি পাল লাইনে চলে আসে। স্থানীয়দের দাবি, ওই পালে কমবেশি ১১-১২টি হাতি ছিল।

Advertisement

হাতির পালের সঙ্গে ধাক্কা লাগার পরেই রাজধানীর ইঞ্জিন এবং পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়। যাত্রীদের নিরাপদে ফিরিয়ে আনতে বিশেষ ট্রেন পাঠায় রেল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে যান রেলের আধিকারিকেরাও। দুর্ঘটনাস্থলটি আসামের গুয়াহাটি থেকে ১২৬ কিলোমিটার দূরে অবস্থিত।

Advertisement

উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে ট্রেন পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেটি এলিফ্যান্ট করিডর নয় বলে জানিয়েছেন রেলের একটি সূত্র। লাইনে হাতির পাল দেখে আপৎকালীন ব্রেক কষেছিলেন চালক। ট্রেনের গতি থাকায় তা থামানো যায়নি।

 

Advertisement