• facebook
  • twitter
Friday, 19 December, 2025

দিল্লিতে হু’র দক্ষিণ-পূর্ব এশিয়ার কার্যালয় উদ্বোধন করলেন মোদী

নতুন এই কার্যালয়টি বিভিন্ন আধুনিক সুবিধা ও প্রযুক্তিতে সমৃদ্ধ। এখানে আঞ্চলিক স্বাস্থ্য গবেষণা, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতার কাজ পরিচালিত হবে।

ছবি: এএনআই

দিল্লিতে রাষ্ট্রসঙ্ঘের স্বাস্থ্য সংস্থা (হু)-র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আধুনিক কার্যালয় ভবিষ্যতে আঞ্চলিক স্বাস্থ্য নীতি ও কর্মসূচি সমন্বয় এবং রোগ প্রতিরোধমূলক উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে এবং এই অঞ্চলের নাগরিকদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই কার্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি আরও উল্লেখ করেন, অতীতের মহামারী ও স্বাস্থ্য চ্যালেঞ্জ আমাদের শিক্ষা দিয়েছে যে, আঞ্চলিক সমন্বয় ও আধুনিক পরিকাঠামো স্বাস্থ্য সেবার জন্য অপরিহার্য।

Advertisement

এদিন হু-র আঞ্চলিক পরিচালকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘ভারতের মতো দেশে এই আধুনিক কার্যালয় স্থাপন করা আমাদের কাছে গর্বের বিষয়। এটি আঞ্চলিক স্বাস্থ্য নীতি তৈরি এবং বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করবে।’

Advertisement

উল্লেখ্য, নতুন এই কার্যালয়টি বিভিন্ন আধুনিক সুবিধা ও প্রযুক্তিতে সমৃদ্ধ। এখানে আঞ্চলিক স্বাস্থ্য গবেষণা, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতার কাজ পরিচালিত হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাস্থ্য বিভাগকে আরও সমৃদ্ধ করবে। এই অঞ্চলে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে।

Advertisement