ভারত সফর শেষ করে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজরা দেশে ফিরে গিয়েছেন। উরুগুয়ের তারকা সুয়ারেজ দেশে ফিরেই সুখবর পেলেন। ইন্টার মায়ামির সঙ্গে আরও এক বছর চুক্তির মেয়াদ বেড়ে গেল। যার ফলে আরও একটা বছর একই সঙ্গে লিওনেল মেসি ও সুয়ারেজকে দেখতে পাওয়া যাবে মাঠে। উরুগুয়ের এই তারকা ইন্টার মায়ামিতে তৃতীয় বছর। ২০২৪ সালে তিনি এই মার্কিন ক্লাবে যোগ দিয়েছিলেন। তখন থেকেই মেজর লিগ সকারে চুটিয়ে খেলেছেন। মায়ামিকে প্রথমবারের মতো সাপোর্টার্স শিল্ড জেতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে দলের হয়ে সর্বোচ্চ ২৫ গোল করেছেন সুয়ারেজ। তাছাড়াও নিয়মিত মরশুমে মেসির সঙ্গে যৌথভাবে ২০ গোল করে এমএলএসে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার হয়েছিলেন।
বার্সেলোনা, লিভারপুল, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলের হয়েও মাঠ কাঁপিয়েছেন তিনি। ইন্টার মায়ামির তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘ঐতিহাসিক ২০২৫ মরশুম শেষে নতুন চুক্তিতে সই করেছেন সুয়ারেজ। ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়নশিপ এবং এমএলএস কাপ জিতে তৃতীয় ও চতুর্থ শিরোপা জিতেছে। ট্রফিগুলি জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সুয়ারেজ। গত মরশুমে শেষের দিকে সুয়ারেজ একেবারে অফ ফর্মে ছিলেন। তবুও ইন্টার মায়ামি তাঁর সঙ্গে আরও একবছর চুক্তি বাড়িয়ে ভরসা রাখল। স্বাভাবিকভাবেই সুয়ারেজও খুব খুশি একসঙ্গে আরও একটা বছর খেলতে পারবেন বন্ধু লিওনেল মেসির সঙ্গে।
Advertisement
Advertisement
Advertisement



