• facebook
  • twitter
Friday, 19 December, 2025

বিপুল বিনিয়োগের প্রস্তাব গোয়েঙ্কা-নেওটিয়াদের

পর্যটন, শিক্ষা, স্বাস্ত্য, আবাসন, সমস্ত ক্ষেত্রেই আগামী কিছু বছরের মধ্যে কর্মসংস্থানের বিপুল সুযোগ আসতে চলেছে বলে দাবি করেছেন তিনি।

আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’-এর মঞ্চ থেকে পশ্চিমবঙ্গে অনেকগুলি বড় বড় বিনিয়োগ করার কথা ঘোষণা করলেন। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আয়োজন করা হয় এই শিল্প ও বাণিজ্য সম্মেলন। ওই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজনেস কনক্লেভের মঞ্চ থেকে সঞ্জীব গোয়েঙ্কা জানান যে তাঁর গ্রুপ এই রাজ্যে নতুন করে বিনিয়োগ করতে চলেছে আরও ১৫ হাজার ৮০০ কোটি টাকা। এই অর্থ কাজে লাগানো হবে শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ প্রকল্পের উন্নয়নে। এছাড়াও অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়াও রাজ্যের জন্য অনেকগুলি উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। তিনি জানান গত ১৫ বছরে অম্বুজা নেওটিয়া গ্রুপ নানান খাতে প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। এই মোট বিনিয়োগ করা টাকার ৭০ শতাংশই বিনিয়োগ করা হয়েছে বাংলায়। পর্যটন, শিক্ষা, স্বাস্ত্য, আবাসন, সমস্ত ক্ষেত্রেই আগামী কিছু বছরের মধ্যে কর্মসংস্থানের বিপুল সুযোগ আসতে চলেছে বলে দাবি করেছেন তিনি।

সঞ্জীব গোয়েঙ্কা জানান, গত ১৫ বছরে তাঁর গ্রুপ পশ্চিমবঙ্গে বিনিয়োগ করেছে মোট ২৬ হাজার ৫০০ কোটি টাকা। সেই বিনিয়োগের সূত্র ধরেই নতুন বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে। এই মোট বিনিয়োগের একটি বড় অংশ যাবে বিদ্যুৎ ক্ষেত্রে। তিনি জানিয়েছেন, ‘এই প্রথমবার ভারতের কোনো রাজ্যে ৫০০০ মেগাওয়াট হাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি বিশাল ব্যাটারি স্টোরেজ প্রকল্প গড়ে তোলা হবে। এই প্রকল্পের জন্য তাঁর গ্রুপ প্রায় ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে।’ এই ব্যবস্থা কার্যকর হলে কলকাতা তার মোট বিদ্যুতের অন্তত ৫০ শতাংশ পাবে নবায়নযোগ্য শক্তি থেকে যা হবে যে কোনো মেট্রোপলিটন শহরের কাছে একটি দৃষ্টান্তবিহীন ঘটনা।

Advertisement

বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি সামাজিক পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ জোর দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি ঘোষণা করেছেন, ‘আর পি গোয়েঙ্কা ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের জন্য বিনিয়োগ করা হচ্ছে ৫০০ কোটি টাকা। পাশাপাশি, রাজ্যে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ১ হাজার কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। হাসপাতালটি শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত। সঞ্জীব গোয়েঙ্কার মতে, এটি হতে চলেছে ভারতের অন্যতম সেরা হাসপাতাল। সঞ্জীব গোয়েঙ্কা আরও বলেন, ‘আমি সমস্ত বিনিয়োগকারীদের বলব এগিয়ে আসুন এবং এই রাজ্যে বিনিয়োগ করুন, কারণ বাংলা মানেই ব্যবসা’

Advertisement

রাজ্যের পর্যটন ও আতিথেয়তা শিল্পে নেওটিয়া গ্রুপের ভূমিকার কথা তুলে ধরে হর্ষবর্ধন নেওটিয়া জানান, বর্তমানে পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে তাঁদের সাতটি হোটেল এবং আরও ১০টি নতুন হোটেল নির্মাণের কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন রায়চকের ‘তাজ গঙ্গা কুটির’ হোটেলটির কথা। পাশাপাশি, তিনি জানান যে, আবাসন শিল্পেও তাঁদের বিপুল কর্মকাণ্ডের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই ১৫ মিলিয়ন বর্গফুট এলাকা জুড়ে আবাসন নির্মাণের কাজ শেষ হয়েছে এবং আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে আরও ১৫ মিলিয়ন বর্গফুট এলাকা উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে। হর্ষবর্ধন নেওটিয়া এই কথাও জানান যে, গত সম্মেলনে ঘোষিত ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনার অন্তর্ভুক্ত ‘গলফ থিমড টাউনশিপ’ নির্মাণের কাজ পরিকল্পনামাফিকই এগোচ্ছে।

শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রসারের ক্ষেত্রেও বড় ঘোষণা করেছেন নেওটিয়া। তিনি জানান, ২০১৫ সালে মাত্র ৪০ জন পড়ুয়া নিয়ে যাত্রা শুরু করে ‘নেওটিয়া ইউনিভার্সিটি’। বর্তমানে পড়ুয়ার সংখ্যা ৪ হাজারেরও বেশি। আগামী তিন থেকে চার বছরের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা আট হাজারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। এই কারণে শিক্ষা খাতে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে । রাজ্যের তিনটি হাসপাতালের পাশাপাশি দুর্গাপুর, তারাতলা এবং নিউটাউনে আরও তিনটি নতুন হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।

Advertisement