• facebook
  • twitter
Friday, 19 December, 2025

অতিরিক্ত নম্বর বাতিলের দাবিতে মিছিল

২০১৬ সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেলটি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এরপরে নতুন নিয়োগ পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

অতিরিক্ত ১০ নম্বর বাতিল সহ আরও পাঁচ দফা দাবিতে ফের পথে নামলেন এসএসসির নতুন চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার শিয়ালদহ থেকে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত অভিযান করেন তাঁরা। এদিন তাঁদের দাবি, চাকরিহারা প্রার্থীদের যে অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হচ্ছে তা বাতিল করে দেওয়া হোক। এই অতিরিক্ত নম্বর দেওয়ার ফলে ইন্টারভিউ প্রক্রিয়ায় শুধুমাত্র ডাক পাচ্ছেন পুরোনো অভিজ্ঞ চাকরিপ্রার্থীরা। বেশি নম্বর এমনকি পুরো নম্বর পেয়েও ডাকা হচ্ছে না তাঁদের। তাই অবিলম্বে এই অতিরিক্ত ১০ নম্বর বাতিল করা হোক।

সেই অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন পরীক্ষা সহ নিয়ম-কানুন সম্পর্কে জানানো হয়। তখনই কমিশনের তরফে যোগ্য চাকরিহারা শিক্ষকদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার কথা ঘোষণা করা হয়। তারপরেই পরীক্ষায় বসেন চাকরিহারা শিক্ষকদের পাশাপাশি নতুন চাকরিপ্রার্থীরা। তবে পরীক্ষার ফলপ্রকাশের পরে দেখা যায় ওই অতিরিক্ত ১০ নম্বরের কারণেই ডাক পাচ্ছেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। আর ইন্টারভিউ প্রক্রিয়ায় ডাক পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন নতুন চাকরিপ্রার্থীরা। এর আগেও এই অতিরিক্ত ১০ নম্বর বাতিলের দাবিতে পথে নামেন নতুন চাকরিপ্রার্থীরা। ফের একবার এদিন রাজপথে নামেন তাঁরা।

Advertisement

Advertisement

Advertisement