প্ল্যাটফর্ম ৮ প্রকাশ করল তাদের ২০২৬ সালের কনটেন্ট স্লেট। নন্দনে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানায় চ্যানেল কর্তৃপক্ষ। এদিন যেসব সিরিজের ট্রেলার এবং পোস্টার রিলিজ করা হয় সেগুলি হল ইচ্ছেপূরণ,খানিকটা প্রেমের মতো, নিশীথ সেন এবং স্বর্গরথ সরগরম। এছাড়াও আসছে মরালি, পাতাল ঝড়, অমর। সব সিরিজেই থাকছে একাধিক তারকা সম্ভার।
‘নিশীথ সেন’ সৌভিক কুণ্ডুর লেখা একটা রোমহর্ষক প্যারানর্ম্যাল থ্রিলার। ইন্দ্র, মায়া আর বৃষ্টির চরিত্র ঘিরে আবর্তিত হবে গল্প। সুশোভন দাসের পরিচালনার এই সিরিজে অভিনয় করছেন সুমিত কুণ্ডু, ফাহিম মির্জা, অঙ্কিতা মাঝি, শাওলী চট্টোপাধ্যায়। সিরিজ আসছে ২ জানুয়ারি, ২০২৬।
‘খানিকটা প্রেমের মতো’ আবার উজান আর মোহনার প্রেমের গল্প বলবে। এই সিরিজে অভিনয় করছেন রাহুল দেব বোস, মেঘা চৌধুরী, আভেরী সিংহ রায়, দেবী সাহা প্রমুখ। পরিচালনায় রাহুল মুখোপাধ্যায়। ১৪ ফেব্রুয়ারি স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের।
Advertisement
হরনাথ চক্রবর্তীর পরিচালনায় আসছে ‘ইচ্ছেপূরণ’। অভিনয়ে থাকছেন দেবরাজ ভট্টাচার্য, ঈশানী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথ, কোরক সামন্ত, অনির্বাণ ভট্টাচার্য, অভিজিৎ গুহ, রানা বসু ঠাকুর, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ।
Advertisement
‘স্বর্গরথ সরগরম’ আসছে অরিজিৎ চক্রবর্তীর পরিচালনায়। এই সিরিজে দেখা যাবে লোকনাথ দে, প্রদীপ ধর, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ।
“এই সাত সিরিজ নিয়ে আমাদের নতুন উদ্যোগে পথ চলা। আমরা এমন গল্পে বিনিয়োগ করছি যেখানে গল্প বলায় জোর দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য আঞ্চলিক ডিজিটাল মিডিয়ামকে শক্তিশালী করা এবং প্ল্যাটফর্ম ৮-কে আরও অর্থবহ ও উচ্চমানের বাংলা কন্টেন্ট প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা” বলেন প্ল্যাটফর্ম ৮-এর ডিরেক্টর, প্রিয়াঙ্কা বরদিয়া।
স্লেট প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরনাথ চক্রবর্তী, রাহুল দেব বোস, মেঘা চৌধুরী, আভেরী সিংহ রায়, দেবী সাহা, রাহুল মুখোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য, ঈশানী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথ, কোরক সামন্ত, অনির্বাণ ভট্টাচার্য, অভিজিৎ গুহ, ফাহিম মির্জা, অঙ্কিতা মাঝি, শাওলী চট্টোপাধ্যায়, রানা বসু ঠাকুর, প্রদীপ ভট্টাচার্য, অরিজিৎ চক্রবর্তী, লোকনাথ দে, প্রদীপ ধর, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ।
Advertisement



