• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

বন্ডাই হামলার রেশ, দিল্লিতে ইজরায়েলি ও ইহুদি প্রতিষ্ঠানে কড়া নিরাপত্তা

হামলাকারী সাজিদ পুলিশের গুলিতে নিহত। তাঁর পুত্র নবিদ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সাজিদ ভারতীয় নাগরিক ছিলেন। নবিদ অস্ট্রেলিয়ার নাগরিক।

অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্রসৈকতে বন্দুকবাজের ভয়াবহ হামলার ঘটনায় গোটা বিশ্ব আতঙ্কিত। শিহরণ জাগানো এই হিংসার পর ভারতও যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে শুরু করেছে। পুলিশের সিদ্ধান্তে ইতিমধ্যে রাজধানী দিল্লিতে ইজরায়েলি এবং ইহুদি প্রতিষ্ঠানগুলির উপর নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এই মুহূর্তে ইহুদিদের সপ্তাহব্যাপী হনুক্কাহ্‌ উৎসব চলছে। উৎসব শুরু হয়েছে ১৪ ডিসেম্বর থেকে। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। গোয়েন্দা সূত্রের খবর, এই সময় হামলার আশঙ্কা থাকতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, হনুক্কাহ্‌ উৎসবের প্রথম দিনেই অস্ট্রেলিয়ার সিডনিতে ভয়াবহ ঘটনা ঘটে। বন্ডাই সমুদ্রসৈকতে ইহুদি গোষ্ঠীর অনুষ্ঠানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালানো হয়। মাত্র দশ মিনিটের হামলায় ১৫ জন প্রাণ হারান।

Advertisement

হামলাকারী সাজিদ আক্রম ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হন। তাঁর পুত্র নবিদ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সাজিদ ভারতীয় নাগরিক ছিলেন। নবিদ অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছিলেন বলে জানা গিয়েছে।

এই ঘটনার পর আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলি সতর্কবার্তা জারি করেছে। বিভিন্ন দেশে ইহুদি ও ইজরায়েলি গোষ্ঠীর উপর হামলার আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা সূত্রের দাবি, শিয়া বিদ্রোহী গোষ্ঠী, ইসলামিক স্টেট কিংবা আল কায়েদা এবং তাদের শাখাগুলি এই ধরনের হামলা চালাতে পারে।

গোপন সূত্রে জানা গিয়েছে, সম্ভাব্য হামলার তালিকায় ভারতের নামও রয়েছে। সেই তথ্য কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার মাধ্যমে পৌঁছেছে দিল্লি পুলিশের কাছে। তারপরই সতর্কতা বাড়ানো হয়েছে।

দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল ইতিমধ্যেই ১৫টি জেলা ইউনিটকে সতর্ক করেছে। দিল্লি মেট্রো এবং রেল পুলিশের কাছেও সতর্কবার্তা পাঠানো হয়েছে। প্রতিটি সংবেদনশীল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বলা হয়েছে।

দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, ইজরায়েলি দূতবাস, কূটনৈতিক দপ্তর, ইহুদিদের প্রার্থনাস্থল, কমিউনিটি সেন্টার সহ সব জায়গার নিরাপত্তা নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। যেখানে ইজরায়েলি পর্যটকদের যাতায়াত বেশি, সেখানেও নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশের টহলদারি দলগুলিকেও বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। জনসমাগম বেশি হয় এমন এলাকা, ধর্মীয় অনুষ্ঠানস্থল, গুরুত্বপূর্ণ সড়ক– সব জায়গাতেই নজরদারি বাড়ানো হয়েছে।

নিয়মিত নিরাপত্তা পর্যালোচনা বৈঠকও চলছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। তবে শুধু দিল্লি নয়– মুম্বই, গোয়া সহ দেশের অন্য শহরগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে। যেখানে ইজরায়েলি পর্যটকের সংখ্যা বেশি, সেখানে নজরদারি বাড়ানো হয়েছে।

Advertisement