• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

পুকুর থেকে উদ্ধার শিশুর দেহ

নিখোঁজ শিশুর দেহ উদ্ধারের ঘটনায় বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদহের মোথাবাড়ি থানা এলাকায়

প্রতীকী চিত্র

নিখোঁজ শিশুর দেহ উদ্ধারের ঘটনায় বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদহের মোথাবাড়ি থানা এলাকায়। একটি পুকুর থেকে ওই শিশুর দেহ উদ্ধার করেছে পুলিশ। কীভাবে তার মৃত্যু হল তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুপুত্রের নাম তহাসিন। তার বয়স মাত্র ২ বছর। সে মালদহের মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ অঞ্চলের উপরপাড়া এলাকায় থাকত। তহাসিনের বাবা আবদুল জাব্বার জানিয়েছেন, মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটা পর্যন্ত বাড়িতেই পরিবারের সদস্যদের সঙ্গে খেলা করছিল শিশুটি। হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা এলাকায় খোঁজাখুজি শুরু করেন।
কিন্তু মঙ্গলবার শিশুর কোনও হদিশ মেলেনি। তহাসিনের হদিশ না পেয়ে মোথাবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। রাতেই গঙ্গাপ্রসাদের উপরপাড়া-সহ বিভিন্ন এলাকায় শুরু হয় তল্লাশি। কিন্তু শিশুর খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে বাড়ি থেকে মাত্র একশো মিটার দূরে একটি পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্যরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

Advertisement