জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ (ডিএলএসএ)–এর উদ্যোগে চলতি বছরের ১৩ ডিসেম্বর, শনিবার কলকাতায় আয়োজিত হয়েছে বছরের শেষ জাতীয় লোক আদালত। সারা দিনে জেলায় মোট ৩৭টি বেঞ্চ প্রায় ৩৫৪ কোটি টাকার মামলার নিষ্পত্তি করে। এদিন দুটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল। এই দুটি বেঞ্চে বিশেষ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী ও সমাজ সংস্কারক অলকানন্দা রায় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী অধ্যাপক তথা অন্ধ কল্যাণ সমিতির সদস্য চন্দ্রনাথ সাহা। এদিনের এই লোক আদালতে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। তিনি প্রত্যেকটি বেঞ্চ পরিদর্শন করেন এবং আয়োজকদের প্রচেষ্টার প্রশংসা করেন।
Advertisement
Advertisement



