ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস। ওই চিঠিতে অরূপ বিশ্বাস লিখেছেন, ‘নিরপেক্ষ তদন্তের মর্মে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি।’ ওই চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির যুবভারতীতে আগমনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করেছেন। তার পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ তদন্ত চান বলেই তিনি অব্যাহতি চাইছেন।
এই মর্মে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অরূপের ইস্তফা পত্র গৃহীত হয়েছে বলে জানিয়েছেন তিনি। যদিও অন্য এক সূত্রের মতে, অরূপের ইস্তফা গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে গোটা বিষয় নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



