• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

যুবভারতীর ঘটনায় প্রাথমিক রিপোর্ট পেশ, ‘সিট’ গড়ার প্রস্তাব কমিটির

মাঠে খাবার, জলের বোতল ঢুকল কী ভাবে? মাঠের ভিতরে জলের বোতল ঢুকতে দেওয়া হয় না

মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কমিটি যুবভারতীর তাণ্ডবের তদন্ত চালাচ্ছে। কমিটির দায়িত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। রবিবার কমিটির সদস্যেরা মাঠ ও গ্যালারি ঘুরে দেখেন। তদন্ত নিয়ে সাংবাদিক বৈঠকের পাশাপাশি ‘সিট’ গঠন করে তদন্তের পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়।

তিনি জানিয়েছেন,, ‘প্রশ্ন উঠেছে, মাঠে খাবার, জলের বোতল ঢুকল কী ভাবে? আমি যত দূর জানি, মাঠের ভিতরে জলের বোতল ঢুকতে দেওয়া হয় না। অথচ মাঠে জল ও ঠান্ডা পানীয়ের বোতল পড়ে থাকতে দেখা গিয়েছিল। আমরা দায়িত্বপ্রাপ্তদের প্রশ্ন করে জানতে পেরেছি, স্টেডিয়ামের ভিতরে স্টল হয়েছিল। তবে এখনও সবটা তদন্তসাপেক্ষ। আমরা প্রাথমিক ভাবে মনে করছি, সে দিন যাঁরা দায়িত্বে ছিলেন, এটা তাঁদের দেখা উচিত ছিল। তাই আমরা সরকারের কাছে বলেছি, ওঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হোক।’

Advertisement

সোমবার রাতেই যুবভারতীকাণ্ডে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতির তদন্ত কমিটি। কমিটির সদস্যদের মতে, মেসির কলকাতা সফরের বিষয়টি দেখাশোনার দায়িত্বে ছিল পুলিশ ও ক্রীড়া দপ্তর। তাঁরা দায়িত্ব এড়াতে পারেন না। সংশ্লিষ্ট কর্তাদের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কমিটি। ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে রিপোর্ট দিতে হবে। ঘটনার দিন পুলিশ বা ক্রীড়া দপ্তরে কারা দায়িত্বে ছিলেন, সফর নিয়ে আগে থেকে কী কী পরিকল্পনা করা হয়েছিল, তা জানতে চাওয়া হয়েছে রিপোর্টে।

Advertisement

 

Advertisement