• facebook
  • twitter
Friday, 12 December, 2025

ঠান্ডার ১০ বছরের রেকর্ড ভাঙল মধ্যপ্রদেশের ইন্দোর

দেশের ছয় রাজ্যে শৈত্য প্রবাহের সতর্কতা

দেশের অন্যান্য প্রান্তেও চলছে শীতের স্পেল। উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের রাজ্যগুলিতে জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। ছয় রাজ্য অর্থাৎ মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলঙ্গানা, ছত্তীসগঢ় এবং ওড়িশায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।  ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজ়োরাম, মণিপুর এবং নাগাল্যান্ডে।

মধ্যপ্রদেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। তবে বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ইন্দোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা গত ১০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে বলে খবর। শৈলশহর পাঁচমারিকেও টেক্কা দিয়েছে ইন্দোর। পাঁচমারিতেই সাধারণত সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে। এবার তাকেও ছাপিয়ে গিয়েছে ইন্দোর।

Advertisement

শুক্রবার মধ্যপ্রদেশের ভোপাল, ইন্দোর, সীহোর, শাজাপুর, রাজগড়-সহ বহু জেলায় শৈতপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভোপালে লাগাতার ছ’দিন ধরে শৈত্যপ্রবাহ চলছে। বৃহস্পতিবারও সেখানে একই পরিস্থিতি ছিল। রাজ্যের অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ৩-৭ ডিগ্রি সেলসিয়াসে মধ্যেই ঘোরাফেরা করছে। গত বছরের সর্বনিম্ন তাপমাত্রাকে টেক্কা দিচ্ছে পাঁচ বড় শহর ভোপাল, গোয়ালিয়র, জবলপুর, উজ্জয়িনী এবং ইন্দোর।

Advertisement

অন্যদিকে উত্তরাখণ্ডেরর উঁচু এলাকায় গত কয়েকদিন ধরে তুষারপাত চলছে। নদী এবং ঝর্নার জল জমে গিয়েছে। পিথোরাগড় এবং চমোলীতে পানীয় জলের পাইপেও জল জমে যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। হরিদ্বার, হলদওয়ানি এবং রুদ্রপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। রবিবার তিন জেলায় তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মরুরাজ্যের নয় শহরের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। সীকরের ফতপুরের তামপাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস। তারপরেই রয়েছে নগৌর, তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস। লুণকরণসর এবং রাজধানী জয়পুরের তাপমাত্রা  যথাক্রমে ৫.৬ ডিগ্রি এবং ১০ ডিগ্রি সেলসিয়াস।

ছত্তীসগঢ়ের সাত শহরে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নীচে। সরগুজা, দুর্গ, বিলাসপুর এবং রায়পুর-সহ বেশ কয়েকটি জেলায় দু’দিন শৈত্যপ্রবাহ চলার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হরিয়ানাতেও বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে।

 

 

Advertisement