• facebook
  • twitter
Wednesday, 10 December, 2025

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়তি ১০ মিনিট সময় দেওয়ার প্রস্তাব

পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের আগেই শিক্ষা সংসদের তরফে দেওয়া হবে ওএমআরশিট ও প্রশ্নপত্র

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষায় সময়সীমা বাড়াতে চলেছে শিক্ষা সংসদ। বাড়তি ১০ মিনিট দেওয়ার ব্যবস্থা করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের আগেই শিক্ষা সংসদের তরফে দেওয়া হবে ওএমআরশিট ও প্রশ্নপত্র। তবে এটি এখনও সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে। চূড়ান্ত অনুমতি এখনও মেলেনি। সে জন্য প্রস্তাব পাঠানো হয়েছে বিকাশ ভবনে। সম্প্রতি উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার চলাকালীন কিছু বিষয়ে সময়ের অভাবে হচ্ছে বলে অভিযোগ জানায় পড়ুয়ারা। মূলত হিসাবশাস্ত্র, রসায়ন এবং অঙ্ক পরীক্ষায় সমস্যায় পড়ে তারা। কিছু বিষয়ে অতিরিক্ত সময় দেওয়ার দাবি করা হয়। তারই প্রেক্ষিতে ১০ মিনিট বাড়তি সময় দেওয়ার ব্যবস্থা করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

২০২৬-এর ফেব্রুয়ারিতে উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টার পরীক্ষা। এই পরীক্ষায় বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে দুপুর ১২টায়। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে, অর্থাৎ ৯.৫০ মিনিটে প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘পরীক্ষার সময় নির্দিষ্ট রেখে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রশ্নপত্র দেওয়া হবে ১০ মিনিট আগে। যাতে প্রশ্ন পড়ে উত্তর দেওয়ার সময় পায় পড়ুয়ারা।”

Advertisement

চতুর্থ সেমিস্টারের পরীক্ষার দিনই দ্বিতীয় ভাগে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হওয়ার কথা। এটি হবে ওএমআরশিটে। পরীক্ষা শুরু হবে দুপুর ১টায় এবং শেষ হবে ২টো ১৫মিনিটে। এখানেও ওএমআরশিট দেওয়া হবে পরীক্ষার্থীদের ১০ মিনিট আগে অর্থাৎ ১২.৫০ মিনিটে। পরীক্ষার সময়ে কোনও হেরফের হচ্ছে না বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তৃতীয় সেমিস্টার ১ ঘণ্টা ১৫ মিনিট এবং চতুর্থ সেমিস্টার দু’ঘণ্টা হবে। পুরনো পরীক্ষার্থীদের ক্ষেত্রে নিয়মে কোনও বদল নেই। তারা ৩ ঘণ্টা ১৫ মিনিটে পরীক্ষা দেবেন।

Advertisement

 

Advertisement