• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুরসভার অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তুলে আত্মঘাতী যুবক

জিবিএ-তে গিয়ে মুরলী সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন। কিন্তু অভিযোগ, জিবিএর আধিকারিকেরা মুরলীর কাছ থেকে ২০ লক্ষ টাকা দাবি করেন।

বাড়ি এবং জমি নিয়ে বিবাদের কারণে বেঙ্গালুরুর এক তথ্যপ্রযুক্তি কর্মী আত্মঘাতী হলেন। মৃত্যুর আগে তিনি কয়েকজন প্রতিবেশী এবং পুরসভার আধিকারিকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। ওই যুবকের নিজের নির্মীয়মাণ বাড়ির দোতলা থেকে উদ্ধার করা হয়েছে তাঁর ঝুলন্ত দেহ।

জানা গিয়েছে মৃত যুবকের নাম মুরলী গোবিন্দরাজু। পুলিশ সূত্রে খবর দশ পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে যুবকের ঘর থেকে। সেই নোটে মুরলী তাঁর প্রতিবেশী শশী নাম্বিয়ার এবং ঊষার বিরুদ্ধে অনবরত টাকার জন্য চাপ দেওয়া, মানসিক নির্যাতন এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলেছেন। তিনি গ্রেটার বেঙ্গালুরু অথরিটি (জিবিএ)-র আধিকারিকদের বিরুদ্ধেও মানসিক হেনস্থা এবং টাকার জন্য চাপ দেওয়ার অভিযোগ করেছেন সুইসাইড নোটে।

Advertisement

জানা গিয়েছে মুরলী শশীদের এক আত্মীয়ের কাছ থেকে ২০১৮ সালে একটি জমি কিনেছিলেন। জমিটি শশীদের বাড়ির পাশেই। মুরলী সেই জমিতেই নিজের বাড়ি তৈরি করছিলেন। বাড়ি তৈরির কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শশীরা বাধা দেন। তাঁদের দাবি ছিল মুরলী জিবিএর নিয়ম ভেঙে বাড়ি তৈরি করছেন। জিবিএতে শশীরা মুরলীর বিরুদ্ধে অভিযোগও জানান। এরপরই মুরলীর বাড়ি নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়।

Advertisement

মুরলীর পরিবার অভিযোগ করেছে যে, জিবিএ-তে গিয়ে মুরলী সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন। কিন্তু অভিযোগ, জিবিএর আধিকারিকেরা মুরলীর কাছ থেকে ২০ লক্ষ টাকা দাবি করেন। এরপর শশীদের সঙ্গে যোগাযোগ করে জিবিএ-র আধিকারিকরা অনবরত মুরলীকে হুমকি দিতে শুরু করেন। তাঁরা জানান মুরলী তাঁদের দাবি মতো টাকা না দিলে তাঁকে বাড়ি বানাতে দেওয়া হবে না। তাঁরা মুরলীকে টাকা দেওয়ার নির্দিষ্ট সময় বেঁধে দেন বলেও জানা গিয়েছে। এত টাকা কোথা থেকে জোগাড় করবেন, তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন মুরলী। জিবিএর আধিকারিকরা টাকা না পেয়ে বারবার মুরলীর বাড়িতে হানা দিচ্ছিলেন। অনুমান করা হচ্ছে মানসিক উদ্বেগ আর সহ্য না করতে পেরে আত্মহত্যার পথ বেছে নেন যুবক।

Advertisement