রবিবারই রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচ জিতেছে ভারত। বিরাট কোহলি, কে এল রাহুল ও রোহিত শর্মার চওড়া ব্যাটে ভর করে প্রোটিয়াদের ১৭ রানে হারিয়েছে। আর তারপরেই ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগারকারকে ডেকে পাঠিয়েছে বিসিসিআই। জানা গিয়েছে, বুধবার রায়পুরে ম্যাচের আগে তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া ও যুগ্মসচিব প্রভতেজ সিং ভাটিয়া। তবে, সেই বৈঠকে বোর্ড সভাপতি মিঠুন মনহাস থাকবেন কি না তা এখনও স্পষ্ট নয়।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে দল নির্বাচন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ম্যাচে গম্ভীরের অতিরিক্ত অলরাউন্ডার খেলানোর প্রবণতাই হোক কিংবা তিননম্বর জায়গা নিয়ে খেলোয়াড়দের মধ্যে চূড়ান্ত অনিশ্চয়তা– কোনও কিছুই বোর্ডের নজর এড়ায়নি। পাশাপাশি, দল নির্বাচন নিয়ে চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা তো রয়েছেই। এ ব্যাপারে বেশ ক্ষুব্ধ বোর্ড কর্তাদের একাংশ। তাই, কোচ গম্ভীর ও প্রধান নির্বাচক আগারকারের সঙ্গে আলোচনা করে সাফল্যের জন্য একটা দীর্ঘমেয়াদি রূপরেখা তৈরি করা। পাশাপাশি, রোহিত ও বিরাটের এক দিনের ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে কোচ ও প্রধান নির্বাচক কী ভাবছেন তা-ও জানতে চাওয়া হবে।
Advertisement
বিষয়টি নিয়ে বোর্ডের এক কর্তা জানান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় মাঠে ও মাঠের বাইরে এমন কয়েকটা ঘটনা ঘটেছে যা বোর্ডকর্তাদের মনে প্রশ্ন খেলা করছে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপরেই রয়েছে একদিনের বিশ্বকাপ। তাই বোর্ডের কর্মকর্তারা আলোচনার মাধ্যমে এখনই সব সমস্যা মিটিয়ে ফেলতে চাইছেন। তিনি বলেন, রোহিত ও বিরাটের কথা থেকে বোঝা যাচ্ছে, কোচ ও প্রধান নির্বাচকের সঙ্গে তাঁদের দূরত্ব এখনও কমেনি। কিন্তু, সাম্প্রতিকালে এই দুই ব্যাটসম্যানের ফর্ম দেখে বোর্ডকর্তারা যথেষ্ট খুশি।
Advertisement
Advertisement



