দীর্ঘদিন আটকে রাখার পর জল জীবন মিশনে রাজ্যগুলিকে অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে শর্তসাপেক্ষে রাজ্যগুলিকে স্কিমভিত্তিক অর্থ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে এই অর্থ রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরকে দেওয়া হবে। তবে প্রতিটি স্কিমের জন্য পৃথক আইডি নম্বর তৈরি করতে হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি প্রতিটি স্কিমে ‘ফিনান্সিয়াল রিকনসিলিয়েশন’ বা আর্থিক সামঞ্জস্য বজায় রাখাও বাধ্যতামূলক করা হয়েছে। তবে কেন্দ্র সরকারের তরফে এমন আশ্বাস মিললেও শেষ পর্যন্ত বরাদ্দ অর্থ পাওয়া যাবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে নবান্নের তরফে।
কেন্দ্রের তরফে একাধিক প্রকল্পে বরাদ্দ অর্থ দেওয়া হচ্ছে না রাজ্যকে। এমনকি ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে টাকা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টও। তারপরেও কেন্দ্রের তরফে দেওয়া হয়নি একটি টাকাও। এবার জল জীবন মিশনে রাজ্যকে অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। নবান্ন তরফে জানানো হয়েছে, কয়েকদিন আগে কেন্দ্রের তরফে লিখিত আকারে নতুন নিয়ম সম্পর্কে জানানো হয়েছে। সেখানে জলমন্ত্রকের তরফে একাধিক শর্ত জারি করা হয়েছে। জলমন্ত্রকের তরফে বলা হয়েছে, প্রতিটি স্কিমের জন্য আলাদা আইডি নম্বর তৈরি করতে হবে। পাশাপাশি রাজ্য কতটা খরচ করছে ও কেন্দ্রের তরফে বরাদ্দ অর্থের মধ্যে কোনও অসামঞ্জস্য রয়েছে কি না তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। টাকা ছাড়ার আগে এই বিষয়টি খতিয়ে দেখবে জলশক্তি মন্ত্রক।
Advertisement
সাধারণত জল প্রকল্পের খরচ রাজ্য ও কেন্দ্র অর্ধেক অর্ধেক ভাগে বহন করে। যদিও এই জল জীবন মিশনের রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায় রাজ্যের। মঙ্গলবার দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকের পর কেন্দ্রের তরফে এই নিয়মগুলি বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের তরফে বার্তা, যত দ্রুত এই স্কিম আইডি তৈরির কাজ ও হিসাবে সামঞ্জস্যের কাজ শেষ হবে,তত তাড়াতাড়ি রাজ্য এই জল জীবন মিশনের টাকা পাবে। এরপরেই বিষয়টি নিয়ে তৎপর হয়েছে নবান্ন। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সব এগজিউকিউটিভ ইঞ্জিনিয়ারদের দ্রুত আইডি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় পোর্টাল ব্যবহার করে ৫৫টি স্কিম আইডি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে কেন্দ্রের তরফে দ্রুত এই টাকা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। রাজ্যে প্রায় ১০ হাজার জল জীবন স্কিম রয়েছে। তবে একাধিক স্কিমকে একত্রিত করে স্কিম ৫-৬ হাজারে নামিয়ে আনা হবে বলে জানা গিয়েছে।
Advertisement
Advertisement



