• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নেপালের নতুন নোটে ভারতের ভূখণ্ড! বাড়ছে কূটনৈতিক বিতর্ক

রয়েছে কালাপানি-লিপুলেখ-লিম্পিয়াধুরা

প্রতিনিধিত্বমূলক চিত্র

দেশের নতুন মানচিত্র নিয়ে ফের বিবাদের সৃষ্টি করল নেপাল। বাংলাদেশের পরে চিন, আর এবার নেপাল—তিন প্রতিবেশীর পরপর এই ভূরাজনৈতিক টানাপোড়েন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে দিল্লির। বৃহস্পতিবার নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্ক নতুন ১০০ টাকার নোট চালু করেছে, যেখানে জুড়ে দেওয়া হয়েছে ভারতের কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরা অঞ্চল। নেপালের এই একতরফা মানচিত্র বদলে তীব্র আপত্তি জানিয়েছে ভারত।

নেপাল রাষ্ট্র ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ১০, ৫০, ৫০০ এবং এক হাজার টাকার নোটের নতুন সিরিজ প্রচলন করা হলেও, মানচিত্র রয়েছে কেবল ১০০ টাকার নোটে। রাষ্ট্রীয় ব্যাঙ্কের মুখপাত্রের দাবি, পুরনো নোটেও নাকি একই মানচিত্র ছিল। তাঁদের ব্যাখ্যা, সরকারি নির্দেশ মেনে সংশোধিত মানচিত্রই ব্যবহার করা হয়েছে। নতুন নোটে প্রাক্তন গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষর থাকায় ব্যাঙ্ক জানাচ্ছে, নোটটির প্রকাশকাল হিসেবে ২০২৪-ই ধরা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, নেপালের মানচিত্র বদলের সূত্রপাত ২০২০ সালে, তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার সংসদে অনুমোদন করিয়ে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা তাদের ভূখণ্ড বলে দাবি করে দেশীয় মানচিত্র প্রকাশ করে। ভারতের দাবি, এই তিনটি অঞ্চল বহুদিন ধরেই ভারতের প্রশাসনিক নিয়ন্ত্রণে। সীমান্ত পরিবর্তনের এহেন চেষ্টা সম্পূর্ণই ‘একতরফা’ এবং আন্তর্জাতিক প্রথাবিরুদ্ধ।

Advertisement

পররাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, নেপালের নতুন নোটে বিতর্কিত মানচিত্র ছাপানোয় ভারত সরকার ফের আপত্তির কথা জানিয়েছে কাঠমান্ডুকে। আগের মতোই দিল্লির বক্তব্য, ‘ভূখণ্ডের অবস্থান, ইতিহাস, নথি এবং বাস্তব প্রশাসনিক নিয়ন্ত্রণের ভিত্তিতে নির্ধারিত। মানচিত্রে আঁকার মাধ্যমে সীমান্ত বদলে দেওয়া যায় না।’

উল্লেখ্য, ভারত-নেপাল সীমান্ত প্রায় এক হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার লম্বা। সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড— এই পাঁচ রাজ্যের সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকা দুই দেশের সম্পর্ক গত কয়েক বছর ভূরাজনৈতিক কারণে টানাপোড়েনের মধ্যে পড়েছে। নতুন প্রচলিত ১০০ টাকার নোটে সেই বিতর্ক ফের উসকে দিল। জানা গিয়েছে, নেপালের নতুন নোটের বাম দিকে রয়েছে মাউন্ট এভারেস্টের ছবি, ডান দিকে রডোডেন্ড্রন ফুলের জলছাপ। মাঝে হালকা সবুজে আঁকা হয়েছে সংশোধিত মানচিত্র। পাশাপাশি লুম্বিনি ও অশোক স্তম্ভের ছবিও রয়েছে এই নোটে। কিন্তু মাঝের সেই মানচিত্রই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে ঝড় তুলেছে।

Advertisement