• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

অতি আত্মবিশ্বাসী হওয়াটাই আমাদের ডুবিয়েছে: অধিনায়ক

দক্ষিণ আফ্রিকার বিশাল রানের পাহাড়ের সামনে দাঁড়িয়ে ভারতীয় দল কয়েক ধাপ এগোতেই পারল না। দুই ইনিংসেই ভরাডুবি ভারতীয় দলের।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রোহিত শর্মার পরে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের ব্যাটনটা পেয়েছেন শুভমন গিল। তাঁরই নেতৃত্বে ইডেন উদ্যানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে প্রথম টেস্টে শোচনীয় হার ভারতের। অবশ্য কলকাতায় খেলতে এসে চোট পান শুভমন গিল। তাঁর পক্ষে দ্বিতীয় টেস্টে খেলার কোনও সুযোগ ছিল না। তাই শুভমনের হালটা ধরেন অধিনায়ক হিসেবে ঋষভ পন্থ। কিন্তু ঋষভ দলের হাল ফেরাতে পারেননি। বরঞ্চ হারের লজ্জায় তিনি দলকে আরও পিছিয়ে দিলেন। রীতিমতো হতাশ ভারতীয় দলের প্রত্যেক খেলোয়াড়।

দক্ষিণ আফ্রিকার বিশাল রানের পাহাড়ের সামনে দাঁড়িয়ে ভারতীয় দল কয়েক ধাপ এগোতেই পারল না। দুই ইনিংসেই ভরাডুবি ভারতীয় দলের। কিন্তু কেন এই অবস্থা ভারতীয় দলের? কোচ স্পষ্ট করে বলেছেন, আমরা এই ম্যাচটাকে কখনওই সেই অর্থে সিরিয়াসভাবে নিইনি। প্রত্যেকেই অতি আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলেন। এই অতিরিক্ত আত্মবিশ্বাসই ভারতীয় দলকে ডুবিয়েছে। কখনওই কেউ মনে করেননি, আমাদের লড়াই থেকে পিছিয়ে পড়লে হবে না। যাঁদের উপরে ভরসা করা গিয়েছিল, তাঁরা প্রত্যেকেই ব্যর্থ। ব্যর্থতার আকাশটাই বড় হয়েছে, কিন্তু কখনওই লড়াকু মনোভাবকে উইকেটে দাঁড়িয়ে কেউই প্রকাশ করতে পারেননি। যার ফলে এই হারটি মেনে নিতে হয়েছে। আগামী দিনে ভাবতে হবে, কীভাবে নিজেদেরকে নিজেদের জায়গায় ফিরিয়ে আনা যায়। তার জন্য চাই অদম্য জেদ ও পরিশ্রম।

Advertisement

Advertisement

Advertisement