• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হাসপাতালে ভর্তি বাংলাদেশের বিএনপির সভানেত্রী খালেদা জিয়া

প্রথম ১২ ঘণ্টা খালেদা জিয়াকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে মেডিক্যাল বোর্ড

ফুসফুস এবং হৃদযন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বিনপি সভানেত্রী খালেদা জিয়া। ৮০ বছর বয়সি নেত্রীকে রবিবার রাতে ভর্তি করানো হয় ঢাকার এক হাসপাতালে। রাতেই তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। প্রথম ১২ ঘণ্টা খালেদা জিয়াকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে মেডিক্যাল বোর্ড। এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। লিভার সিরোসিস, কিডনি সংক্রান্ত সমস্যা, হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস-সহ বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে বিএনপি নেত্রীর। চিকিৎসার জন্য তাঁকে লন্ডনেও নিয়ে যাওয়া হয়েছিল। বেশ কয়েক মাস লন্ডনে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। সেখানে থেকে বাংলাদেশে ফিরে আসেন তিনি। বাংলাদেশে ফেরার পরে গত মাসেও হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা হয়। এক দিন হাসপাতালে থাকার পর খালেদা জিয়াকে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

এবার ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ঢাকার ওই হাসপাতালের মেডিক্যাল বোর্ডের চিকিৎসক এফএম সিদ্দিকী জানিয়েছেন, প্রথম ১২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন খালেদা। তিনি আরও বলেন, ‘খালেদার চেস্টে ইনফেকশন হয়েছে। হার্টের সমস্যা আগে থেকেই ছিল। পরবর্তী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ।‘ হৃদযন্ত্র এবং ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্যই খালেদাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসক।

Advertisement

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তথা খালেদার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগের কিছু নেই।

Advertisement