• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে তৃতীয় বর্ষপূর্তি উদযাপন বোসের

গ্রামবাংলায় আরও বেশি করে সময় কাটাতে চান তিনি। এদিন সন্ধ্যায় রাজভবনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বকাপজয়ী ভারতের মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষ

প্রতিনিধিত্বমূলক চিত্র

পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান হিসেবে তিন বছর কাটিয়ে ফেললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার এই দিনটি উদযাপন করতে রাজভবনে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বোস জানান, গ্রামবাংলায় আরও বেশি করে সময় কাটাতে চান তিনি। এদিন সন্ধ্যায় রাজভবনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বকাপজয়ী ভারতের মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষ।
রবিবার ভোরে প্রার্থনা ও প্রভাতফেরির মধ্যে দিয়ে শুরু হয় প্রথম পর্বের উদযাপন কর্মসূচি। রাজভবনের মাঠে নবীন প্রজন্মের সঙ্গে যোগচর্চায় শামিল হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দ্বিতীয় পর্বে, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত, রাজ্যপালের তিন বছরের কাজ, জেলা সফরের অভিজ্ঞতা এবং মানবিক উদ্যোগের বিভিন্ন মুহূর্তের প্রদর্শনীর পাশাপাশি ছিল সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা।
দিনের প্রধান আকর্ষণ ছিল ইন্ডিয়ান মিউজিয়াম কর্তৃক আয়োজিত বিশেষ প্রদর্শনী— ‘পিপল্‌স গভর্নর: ব্রিজিং হার্টস, বিল্ডিং বেঙ্গল’। এই প্রদর্শনীতে উঠে আসে রাজ্যপালের প্রশাসনিক কর্মকাণ্ড ও নাগরিক সংযোগের নানা ছবি। এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুষ্ঠানের তৃতীয় পর্বে রাজভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রিচা ঘোষ।
এদিন রাজ্যপাল প্রেস কর্নারে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে চতুর্থ বছরে পা রাখলেন তিনি। বাংলার মানুষকে তিনি ভালোবেসেছেন, বাংলার মানুষের ভালোবাসাও পেয়েছেন। রাজভবনের দ্বার সকলের জন্য অবারিত। সমাজের ছোটো, বড় সকলের জন্য কাজ করতে তিনি অঙ্গীকারবদ্ধ। গ্রামবাংলায় আরও বেশি করে সময় কাটানোর ইচ্ছাপ্রকাশ করেন তিনি।

Advertisement

Advertisement