• facebook
  • twitter
Friday, 5 December, 2025

টাটা কলকাতা ম্যারাথনে উজ্জ্বল মুখ বেডনারেক

মাত্র ২৭ বছর বয়সী কেনি বেডনারেক যিনি কুং ফু কেনি নামে তারকা দৌড়বিদ এই ম্যারাথনে অংশগ্রহণ করতে আসছেন।

আবার শীতের সকালে কলকাতা শহর মেতে উঠবে টাটা কলকাতা ম্যারাথনে। আগামী ২১ ডিসেম্বর আয়োজিত হতে চলেছে এই টাটা ২৫ কে কলকাতা ম্যারাথন। এই ম্যারাথন বিশ্বের প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেভেল ২৫ কে রেস হিসেবে পরিচিত। মাত্র ২৭ বছর বয়সী কেনি বেডনারেক যিনি কুং ফু কেনি নামে তারকা দৌড়বিদ এই ম্যারাথনে অংশগ্রহণ করতে আসছেন।

বর্তমানে ট্রাক এন্ড ফিল্ডের অন্যতম সেরা নাম বলতে বেডনারেক। টোকিও ২০২০ ও প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসে ২০০ মিটার দৌড়ে রুপো জিতেছিলেন। পাশাপাশি সম্প্রতি টোকিওতে অনুষ্ঠিত ২০২৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ও রূপো পান। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কে কলকাতার ১০তম বর্ষে দৌড়ে অংশগ্রহণ করতে পারবেন জেনে দারুন খুশি কেনি বেডনারেক।

Advertisement

Advertisement

Advertisement