• facebook
  • twitter
Friday, 5 December, 2025

তেজস: উইং কমান্ডারের শহিদের ঘটনায় ‘হাই-জি ব্ল্যাকআউট’-এর আশঙ্কা

দৃশ্য দেখে মনে হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়েছেন বা পাইলট ব্ল্যাকআউট হয়েছেন। পাইলটরা সাধারণত জি-স্যুট পরেন, যাতে পায়ে রক্ত জমাট না বাঁধে।

দুবাই এয়ার শোতে উড়ন্ত প্রদর্শনীর সময় বিধ্বস্ত হওয়ার আগে ভারতীয় তেজস যুদ্ধবিমানের দুর্ঘটনার মুহূর্তের কয়েকটি খণ্ডচিত্র। দুর্ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। এই ঘটনায় পাইলট প্রাণ হারিয়েছেন।

দুবাই এয়ার শো ২০২৫–এ প্রদর্শনীর সময় মারাত্মক দুর্ঘটনায় তেজস যুদ্ধবিমান ভেঙে পড়ে শহিদ হলেন ভারতীয় বায়ুসেনার বীর পাইলট উইং কমান্ডার নমন স্যাল। শুক্রবারের ঘটনায় স্থানীয় মানুষের চোখের সামনে আগুনের গোলায় পরিণত হয় দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস। এই মর্মান্তিক দুর্ঘটনার পর ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, ঘটনাটির কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বায়ুসেনার বিবৃতিতে বলা হয়েছে, ‘দুবাই এয়ার শো-তে আকাশ প্রদর্শনের সময় তেজস দুর্ঘটনার মুখে পড়ে। পাইলট প্রাণঘাতী আঘাত পান। এই প্রাণহানিতে আইএএফ গভীরভাবে শোক প্রকাশ জ্ঞাপন করছে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে সবসময় রয়েছে।’

Advertisement

প্রতিরক্ষা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অনিল গৌর মত প্রকাশ করেছেন, ভিডিও দেখে মনে হচ্ছে আকাশ প্রদর্শনীর সময় বিমানের নিয়ন্ত্রণের সমস্যা দেখা দিতে পারে। তিনি বলেন, অতিরিক্ত ‘জি-ফোর্স’–এর কারণে অনেক সময় পাইলটের মস্তিষ্কে রক্তাল্পতা তৈরি হয়, তখন সাময়িক অজ্ঞান হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।

Advertisement

গৌর বলেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে আমাদের তেজস ভেঙে পড়েছে এবং আমাদের সাহসী পাইলট জীবন হারিয়েছেন। দৃশ্য দেখে মনে হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়েছেন বা পাইলট ব্ল্যাকআউট হয়েছেন। পাইলটরা সাধারণত জি-স্যুট পরেন, যাতে পায়ে রক্ত জমাট না বাঁধে। এখানেই হয়তো সমস্যা ঘটেছে। আসল কারণ জানা যাবে ককপিটের তথ্য উদ্ধার হলে।’ তিনি শহিদ পাইলটের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উড়ানের কয়েক মুহূর্তের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে আগুন ধরে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দৃশ্য—ঘন কালো ধোঁয়ার স্তম্ভ আকাশে উঠে যাচ্ছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্লেন উঠতেই সঙ্গে সঙ্গে ভেঙে পড়ল। কোন বিমান ছিল নিশ্চিত নই।’

বিষয়টি নিয়ে সবার মনে একটাই প্রশ্ন, ঠিক কী এমন ঘটল যে দিনের আলোয় বিশ্বের সামনে চকচকে দেশীয় রণতরী মুহূর্তে ধ্বংসাবশেষে পরিণত হল? আদালতের তদন্তের ফলেই পাওয়া যাবে সেই উত্তর। কিন্তু আপাতত গোটা দেশবাসীর বুক ভেঙে গেছে আকাশে ওড়া এক সাহসী সন্তানের এমন অপ্রত্যাশিত প্রয়াণে।

Advertisement