• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

দুবাইয়ে এয়ার শোতে ভেঙে পড়ল তেজস যুদ্ধবিমান, পাইলটের মৃত্যু

দুর্ঘটনার পর ঘটনাস্থলে মুহূর্তে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। ঘটনার সঙ্গে সঙ্গে ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

শুক্রবার দুবাই এয়ার শোতে ভয়াবহ দুর্ঘটনার শিকার হল ভারতের তৈরি তেজস যুদ্ধবিমান। স্থানীয় সময় দুপুর ২টো ১০ নাগাদ যুদ্ধবিমান প্রদর্শনী চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। আকাশে কৌশলগত উড়ান দেখানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি ভেঙে পড়ে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এই ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে। ভারতীয় বায়ুসেনা শোকজ্ঞাপন করে জানিয়েছে, এই অপূরণীয় ক্ষতিতে শোকাহত সমগ্র বাহিনী এবং পাইলটের পরিবারের পাশে রয়েছেন তাঁরা।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে মুহূর্তে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। ঘটনার সঙ্গে সঙ্গে ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই চিৎকার করতে করতে নিরাপদ জায়গায় সরে যান। বিশেষ করে পরিবার-সহ উপস্থিত থাকা শিশুদের ভিড়ে আতঙ্ক আরও বাড়ে।

Advertisement

জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করেছে। তবে সরকারি ভাবে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Advertisement

প্রতিরক্ষা পর্যবেক্ষকদের মতে, আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিরক্ষা শক্তি তুলে ধরার ক্ষেত্রে তেজস ছিল একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী। এই প্রেক্ষিতে এই দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। তা সত্ত্বেও স্বদেশি প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা পরিকাঠামোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ধরনের ঘটনা থেকে শিক্ষালাভ করা অত্যন্ত জরুরি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

স্বল্প দূরত্বের রানওয়ে ব্যবহার করে আকাশে ওড়া, আক্রমণাত্মক এয়ার সাপোর্ট, কাছাকাছি যুদ্ধ এবং মাটিতে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত— তেজস যুদ্ধবিমান এই সমস্ত অভিযানে ব্যবহারের পক্ষে অত্যন্ত উপযোগী। ভারতীয় বায়ুসেনার অন্যতম আধুনিক ও বহু-মুখী লাইট কমব্যাট এয়ারক্র্যাফট হিসেবেই পরিচিত এই মার্ক-১ শ্রেণির বিমানটি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এবং বায়ুসেনার পক্ষ থেকে খুব শীঘ্রই বিস্তারিত বিবৃতি দেওয়ার কথা রয়েছে। আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পাইলটের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনার কারণ নির্ণয় করা।

Advertisement