দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে ভারতীয় দলের হারের পরেই ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর দাবি দলের অস্বস্তিকারক পরিবেশের জন্যই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন এই দুই তারকা। আর এজন্য ঘুরিয়ে ফের একবার ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীরকেই নিশানা করলেন তিনি। মনোজ বলেন, বিরাট ও রোহিত দু’জনেই ভারতের জার্সি গায়ে আরও বেশ কিছুদিন ক্রিকেটের দীর্ঘতম এই ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন।
এদিন মনোজ জানান, ভারতীয় ক্রিকেটে কোনওরকম ট্রানজিশনের দরকার পড়ে না। নিউজিল্যান্ড বা জিম্বাবোয়ের দেশে হয়তো এই ট্রানজিশন বিষয়টা প্রযোজ্য হতে পারে। এরপরেই মনোজ বলেন, ভারতে ঘরোয়া ক্রিকেটে বহু প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা যেকোনও মুহূর্তে জাতীয় দলে সুযোগ পেতে পারে।
প্রাক্তন এই ক্রিকেটারের মতে, গম্ভীরের অতিরিক্ত ট্রানজিশন নীতির জন্যই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে।
Advertisement
এই প্রসঙ্গে বলা যায়, ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে হারার পর থেকেই সমালোচনার ঝড় বইছে চারিদিকে। গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকেই টেস্টে তেমন কোনও বড় সাফল্য নেই ভারতের। বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন আর এক প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পাও।
তিনি মনে করছেন, অন্যান্য দলগুলো ভারতের থেকে অনেক কম ক্রিকেট খেলে। যার ফলে, তারা প্রস্তুতির প্রযাপ্ত সময়ও পায়। এজন্য, কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমন গিলকে তাঁদের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরার অনুরোধ জানান তিনি।
Advertisement
একই সঙ্গে, ভারতের বোলারদেরও সমালোচনা করেছেন প্রাক্তন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। উথাপ্পা মনে করছেন, বর্তমানে বুমরা ও সিরাজ ছাড়া ভারতের কাছে তেমন কার্যকরী আর কোনও বোলার নেই। কঠিন ম্যাচগুলোতে এটাই পার্থক্য গড়ে দিচ্ছে বলে তাঁর মত।
Advertisement



