• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বেঙ্গল সুপার লিগের প্রচারে কলকাতায় লোথার ম্যাথাউস

ফুটবল অনুরাগীদের উৎসাহের ঢেউ

নিজস্ব চিত্র

জার্মান ফুটবল মহারথি এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউস আজ কলকাতায় এসে বেঙ্গল সুপার লিগের প্রচারে নতুন উন্মাদনা ছড়ালেন। বেঙ্গল সুপার লীগের সরকারি দূত হিসেবে তাঁর এই সফরকে ঘিরে শহরজুড়ে ফুটবল অনুরাগীদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে।

দক্ষিণ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত ‘মাস্টারক্লাস উইথ লোথার ম্যাথাউস’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। সেখানে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী হাজির ছিল দশটি নামী স্কুল থেকে। ফুটবল কিংবদন্তি তাদের সঙ্গে সরাসরি কথা বলেন, নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা শোনান এবং মাঠে দক্ষতা বাড়ানোর নানা কৌশল ব্যাখ্যা করেন।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানের কনসাল জেনারেল বারবারা ভস, দক্ষিণ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর রবি টোডি এবং শ্রাচি স্পোর্টসের চেয়ারম্যান তমাল ঘোষাল সহ বিশিষ্ট অতিথিরা।

Advertisement

শ্রাচি স্পোর্টসের উদ্যোগে অনুষ্ঠিত ও গড়ে ওঠা বেঙ্গল সুপার লীগ বা (বিএসএল)-কে বাংলার ফুটবলের পরিকাঠামোয় নতুনভাবে জাগিয়ে তোলার বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ম্যাথাউসের সফর সেই প্রচেষ্টায় আন্তর্জাতিক মাত্রা যোগ করেছে।

Advertisement