• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আটক বাংলার চিকিৎসক-সহ ৪ জনকে মুক্তি দিল এনআইএ

এনআইএ সূত্রে খবর, লুধিয়ানার বাসিন্দা নিশার এক আত্মীয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য উত্তর দিনাজপুরের পৈতৃক ভিটেয় এসেছিলেন।

ছবি: এনএনআই

দিল্লির বিস্ফোরণকাণ্ডে জড়িত ৪ চিকিৎসককে মুক্তি দিয়েছে এনআইএ। হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের একাধিক চিকিৎসককে দিল্লির বিস্ফোরণকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর থেকে ধরা পড়েছিলেন ওই বিশ্ববিদ্যালয়েরই চিকিৎসক পড়ুয়া জাহান নিশার আলম। একটানা জিজ্ঞাসাবাদের পর তাঁকেও ছেড়ে দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের নিশার ছাড়াও, রবিবার ছাড়া পেয়েছেন আরও ৩ চিকিৎসক মহম্মদ, মুস্তাকিম ও রেহান। এঁরা ধরা পড়েছিলেন হরিয়ানার নুহ্ থেকে। অভিযুক্ত উমর-উন-নবির সঙ্গে এঁদের কোনওরকম যোগাযোগ ছিল কিনা তা জানতে টানা জিজ্ঞাসাবাদ চালায় তদন্তকারী দল। অবশেষে এনআইএ-র তরফে জানানো হয়েছে, দিল্লির বিস্ফোরণকাণ্ডের সঙ্গে তাঁদের কোনও যোগসূত্র পাওয়া যায়নি। বহুদিন আগে উমরের সঙ্গে সঙ্গে তাঁদের পরিচয় থাকলেও, সাম্প্রতিককালে তাঁদের সঙ্গে উমরের কোনও যোগাযোগ ছিল না বলে নিশ্চিত করেছে জাতীয় তদন্তকারী সংস্থাটি। এজন্য তাঁদের মুক্তি দিয়ে দেওয়া হয়। অন্যদিকে হরিয়ানা থেকে সার বিক্রেতা দীনেশকেও আটক করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তাঁকেও এদিন ছেড়ে দেওয়া হয়। তবে এঁদের সবাইকেই আগামী কয়েকদিন নজরে রাখা হবে বলে এনআইএ সূত্রে খবর।

Advertisement

এনআইএ সূত্রে খবর, লুধিয়ানার বাসিন্দা নিশার এক আত্মীয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য উত্তর দিনাজপুরের পৈতৃক ভিটেয় এসেছিলেন।

Advertisement

Advertisement