• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ছত্তিশগড়ের সুকমায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৩ মাওবাদী

মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা করে

প্রতিনিধিত্বমূলক চিত্র

মাওবাদী দমনে বড় সাফল্য ছত্তিশগড়ে। সুকমা জেলায় পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ মাওবাদীর মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদের প্রত্যেকের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে তুমালপাড় গ্রামের কাছে। সুকমার পুলিশ সুপার কিরণ চবন বিষয়টি জানিয়েছেন। সংঘর্ষস্থল থেকে একটি .৩০৩ রাইফেল এবং বিজিএল লঞ্চার-সহ প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

নিহত মাওবাদীদের মধ্যে রয়েছেন মিলিশিয়া কম্যান্ডার স্নাইপার বিশেষজ্ঞ এবং কোন্টা এরিয়া কমিটির সদস্য মাদভি দেবা, কোন্টা এরিয়া কমিটির সিএনএম কম্যান্ডার পোডিয়াম গাঙ্গি, এবং কিস্তারামের এরিয়া কমিটির সদস্য সোদি গাঙ্গি। এঁদের মধ্যে পোডিয়াম গাঙ্গি এবং সোদি গাঙ্গি ছিলেন মহিলা। ৩ জনের প্রত্যেকেরই মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা করে।

Advertisement

অভিযান সম্পর্কে বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল সুন্দররাজ পট্টলিঙ্গম জানিয়েছেন, ছত্তিশগড়ে মাওবাদীদের যেভাবে দমন করা হয়েছে তাতে এই রাজ্যে মাওবাদ এখন চুড়ান্ত পর্যায়ে। তিনি আরও বলেন, এই মাওবাদী সংগঠন এই রাজ্য়ে এখন উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। তাঁর কথায়, ‘মাওবাদীদের সন্ত্রাস ও বিভ্রান্তি সৃষ্টি করার কৌশল এখন আর সফল হচ্ছে না। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান দ্রুত মাওবাদীদের অবশিষ্ট গোপন আস্তানাগুলি খুঁজে বের করে ধবংস করছে।’

Advertisement

চলতি বছরে সর্বেশেষ অভিযান পর্যন্ত বস্তারে নিহত মাওবাদীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে। এঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদের সদস্যরা। ছত্তিশগড় জুড়ে ২০২৫ সালে সংঘর্ষে ২৬২ জন মাওবাদী নিহত হয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন গাড়িয়াবান্দ জেলার ২৭ জন।

Advertisement