বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনার অগ্রগতি যতই এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে যে রাজ্যে ফের একবার ক্ষমতায় ফিরতে চলেছে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ। নির্বাচন কমিশনের (ইসিআই) সন্ধ্যা পাঁচটার তথ্য অনুযায়ী, মোট ২৪৩ আসনের মধ্যে দুইশোর বেশি আসনে এগিয়ে ছিল এনডিএ। বিপরীতে, মহাগঠবন্ধন কার্যত ভরাডুবির পথে। চল্লিশেরও কম আসনে এগিয়ে তারা।
নির্বাচন কমিশনের ঘোষিত ধারাবাহিক বিবরণী অনুযায়ী, বিজেপি এবং জনতা দল (ইউনাইটেড) — দুই দলই এবার বিহার বিধানসভায় প্রধান শক্তি হিসেবে উঠে আসতে চলেছে। অন্যদিকে, লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) পিছিয়ে পড়েছে অনেকটাই।
Advertisement
মহাগঠবন্ধনের সঙ্গী কংগ্রেসের অবস্থাও আরও হতাশাজনক। এখনও পর্যন্ত তারা দুই অঙ্কেও পৌঁছতে পারেনি। এমনকি আসাদুদ্দিন ওবেইসির এআইএমআইএম-এর থেকেও পিছিয়ে রয়েছে কংগ্রেস। এমনটাই জানা যাচ্ছে।
Advertisement
এদিকে এনডিএ-র বিপুল জয়ের সম্ভাবনা দেখা দিতেই পাটনার জেডিইউ কার্যালয় আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েছে। কার্যত দলের নেতা কর্মীদের মধ্যে শুরু হয়েছে উৎসব উদ্যাপন। কর্মী-সমর্থকরা মিষ্টি বিতরণ করছেন, বাজি ফাটাচ্ছেন। এই সম্ভাব্য জয়ের ইঙ্গিতে জোটের নেতা-কর্মীরা টানা শুভেচ্ছা বার্তা বিনিময় করে চলেছেন।
প্রসঙ্গত, বিহারে টানা ক্ষমতা ধরে রাখতে পারলে নীতীশ কুমার–বিজেপি নেতৃত্বাধীন জোট আবারও প্রমাণ করবে যে, তাদের সামাজিক সমীকরণ, সংগঠনশক্তি এবং নির্বাচনী কৌশল এবারও কার্যকর হয়েছে। বিপরীতে, মহাগঠবন্ধনের ভরাডুবি আগামী দিনে তাদের রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির ব্যাপারে ভাবতে বাধ্য করবে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।
Advertisement



